রেলের টিকিট ক্যানসেলেশন চার্জ দ্বিগুণ হল

হুটহাট প্ল্যান করেই টিকিট না কেটে বরং একটু ভেবেচিন্তে কাটুন। ট্রেনের টিকিট বাতিলের মাশুল ও বার দ্বিগুণ হতে চলেছে যে। টিকিট বাতিল করতে যত দেরি করবেন, গাঁটের কড়িও গুণতে হবে তত বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ১৬:০২
Share:

হুটহাট প্ল্যান করেই টিকিট না কেটে বরং একটু ভেবেচিন্তে কাটুন।

Advertisement

ট্রেনের টিকিট বাতিলের মাশুল ও বার দ্বিগুণ হতে চলেছে যে। টিকিট বাতিল করতে যত দেরি করবেন, গাঁটের কড়িও গুণতে হবে তত বেশি। ট্রেন ছাড়ার সময় পেরিয়ে গেলে আর কোনও ভাবেই টাকা ফেরানো হবে না। খুব তাড়াতাড়ি এই নতুন নিয়ম লাগু করা হবে বলে জানিয়েছে ভারতীয় রেল। তবে কবে থেকে তা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়।

রেলের নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে দ্বিতীয় শ্রেনির জন্য ক্যানসেলেশন চার্জ পড়বে ৬০ টাকা। যা এত দিন ছিল ৩০ টাকা। থার্ড-এসি টিকিটের এই চার্জ ৯০ থেকে বেড়ে হবে ১৮০ টাকা। তেমনই নির্ধারিত সময়ের ৬-২ ঘণ্টা আগে চার্জ দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ টিকিট মূল্যের ৫০ শতাংশ টাকা দিতে হবে।

Advertisement

অন্য দিকে, ওয়েট লিস্টে থাকা এবং রিজারভেসন এগেন্টস ক্যানসেলেশনের আওতায় থাকা যাত্রীরা নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে পর্যন্ত রি-ফান্ড পেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement