PM Modi on Budget 2023-24

উন্নত ভারতের ভিত গড়ে দিল, নির্মলার বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদী

বাজেট পেশের পর ভাষণে মোদী বলেন, ‘‘এই বাজেট উন্নত ভারত গড়ে তোলার শক্ত ভিত গড়ে দিয়েছে। এই বাজেট দরিদ্র, মধ্যবিত্ত, কৃষক-সহ সমাজের নানা স্তরের মানুষের স্বপ্ন পূরণ করবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৬
Share:

বাজেটকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট ভবিষ্যতে উন্নত ভারতের ভিত গড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

বাজেট পেশের পর ভাষণে মোদী বলেন, ‘‘অমৃতকালের এই প্রথম বাজেট উন্নত ভারত গড়ে তোলার শক্ত ভিত গড়ে দিয়েছে। এই বাজেট দরিদ্র, মধ্যবিত্ত, কৃষক-সহ সমাজের নানা স্তরের মানুষের স্বপ্ন পূরণ করবে। ভারতের উন্নয়নে গতি আনবে এই বাজেট।’’

বাজেট পরবর্তী ভাষণে দেশের ‘বিশ্বকর্মা’দের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে যাঁরা নিজে হাতে এই দেশের জন্য পরিশ্রম করছেন, তাঁরাই দেশের ‘বিশ্বকর্মা’ বা স্রষ্টা। এই প্রথম বাজেটে তাঁদের কথা বলা হল। তাঁদের প্রশিক্ষণ এবং সমর্থনের জন্য প্রকল্প আনা হয়েছে এই বাজেটে।’’

Advertisement

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘দেশের প্রত্যন্ত এবং শহুরে এলাকার মহিলাদের জীবন আরও সহজ করে তোলার জন্য সরকার অনেক পদক্ষেপ করেছে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলি তাতে সহায়তা করবে। বাড়ির মহিলাদের উন্নয়নের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প চালু করা হবে।’’

আগামী আর্থিক বছরের যে বাজেট বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, তাতে আয়করে ছাড়ের ঘোষণা ছিল চোখে পড়ার মতো। আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে বাজেটে। পাশাপাশি, কারও বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। এ ছাড়াও, যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা। এই বাজেটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement