আগামী আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কর ছাড়ের ক্ষেত্রে বড় চমক রয়েছে। করমুক্তির ঘোষণায় স্বস্তি পেয়েছেন চাকুরিজীবীরা।
বাজেটে বেশ কিছু জিনিসের দাম বেড়েছে। নতুন করে সস্তাও হয়েছে বেশ কিছু পণ্য। একনজরে দেখে নেওয়া যাক বাজেট পরবর্তী মূল্যের ওঠাপড়া।
ধূমপায়ীদের জন্য সুখবর নেই বাজেটে। দাম বাড়বে সিগারেটের। সিগারেটের উপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এ বারের বাজেটে।
মোবাইলের যন্ত্রাংশের উপর প্রযুক্ত অন্তঃশুল্কে ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দাম।
টিভির যন্ত্রাংশের অন্তঃশুল্কেও ছাড় দিয়েছে সরকার। ফলে টিভির দাম কমবে।
রান্নাঘরের ইলেকট্রিক চিমনির দাম বাড়বে। বাজেটে চিমনির অন্তঃশুল্ক বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ করে দিয়েছে সরকার।
রুপোর দাম বাড়তে চলেছে। রুপোর উপরে প্রযুক্ত অন্তঃশুল্কের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে বাজেটে।
কমবে ক্যামেরার লেন্সের দামও। লেন্সের উপর প্রযুক্ত শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে বাজেটে।
শিশুদের দেশি খেলনার দাম কমবে। বাজেটে খেলনার উপর শুল্কে ছাড় দেওয়া হয়েছে।
দেশি সাইকেলের দামও কমবে বাজেটের পর। দেশে তৈরি সাইকেলের উপর কর কমিয়ে দেওয়া হয়েছে।
বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়বে। এই গাড়ির উপর আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম। কাঁচামালের উপর শুল্ক কমানো হয়েছে।
কমবে হিরের দামও। বাজেটে হিরের উপর প্রযুক্ত শুল্কে ছাড় দেওয়া হয়েছে।
বাজেটের পর সস্তা হবে লিথিয়াম ব্যাটারি। ব্যাটারির দাম বেশ খানিকটা কমতে চলেছে। শুল্কে ছাড় দিয়েছে সরকার।
ইমিটেশন গয়নার দাম বাড়তে চলেছে। বাজেটে ইমিটেশন গয়নার উপর প্রযুক্ত শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।
প্ল্যাটিনাম ধাতুর যাবতীয় গয়নার দামও বাড়তে চলেছে। বাজেটে এই ধাতুর উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে সরকার।
সোনার উপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে কিছুটা বাড়তে পারে সোনার দামও।
আমদানিকৃত রবারের উপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করে দিয়েছে সরকার। ফলে বাড়তে চলেছে টায়ার টিউবের দাম।