Indian Army

প্রযুক্তি-অস্ত্রে সাজতে নিয়োগ বাহিনীতে

লেফটেন্যান্ট জেনারেল আরও জানাচ্ছেন, সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত যুদ্ধ চলছে, তার উপরে কড়া ভাবে নজর রাখছে সেনা। এই সময়ের বিভিন্ন যুদ্ধের ধরন, কৌশল, মোকাবিলার পদ্ধতি নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৮:৩৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতীয় সেনাকে আরও শক্তিশালী এবং যুগোপযোগী করে তুলতে প্রযুক্তিবিদদের নিয়োগ করতে চলেছে বাহিনী। সেনার ডেপুটি চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কপূর সম্প্রতি এই কথা জানিয়েছেন।

Advertisement

লেফটেন্যান্ট জেনারেল আরও জানাচ্ছেন, সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত যুদ্ধ চলছে, তার উপরে কড়া ভাবে নজর রাখছে সেনা। এই সময়ের বিভিন্ন যুদ্ধের ধরন, কৌশল, মোকাবিলার পদ্ধতি নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সেগুলির সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রয়োজন নতুন পদক্ষেপের। প্রাথমিক ভাবে বাহিনীতে তথ্যপ্রযুক্তিবিদ, সাইবার নিরাপত্তা বিশারদ, ভাষাতত্ত্ব বিশেষজ্ঞদের নিয়োগ করা হবে। সেনা আধিকারিক এবং নন-কমিশন অফিসার (এনসিও)— দুই ধরনেরই নিয়োগ হবে। রাকেশ আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। তার ফলাফল সন্তোষজনক। নতুন নিয়োগ করা হবে সার্ভিস সিলেকশন বোর্ডের (এসএসবি) মাধ্যমে। আর কিছু দিনের মধ্যেই তার বিজ্ঞাপন বেরোবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement