ছবি টুইটার থেকে নেওয়া।
নতুন কীর্তি গড়লেন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কর্মরত ভারতীয় সেনা বাহিনীর চিকিৎসকরা। লাদাখে ১৬ হাজার ফিট উচ্চতায় বরফ জমা ঠাণ্ডা। সেখানে তিন চিকিৎসকের দল সফল ভাবে করেছেন অ্যাপেনডিক্স অপারেশন।
সংবাদ সংস্থা এএনআইকে সেনার সূত্র বলেছে, ‘‘ফিল্ড হাসপাতালের শল্য চিকিৎসকদের দল প্রতিকূল পরিস্থিতিতে অ্যাপেনডিক্স বাদ দেওয়ার কাজ করেছে। ১৬ হাজার ফুট উচ্চতায় ফরওয়ার্ড সার্জিক্যাল সেন্টারে হয়েছে সেই অপারেশন।’’ ওই সেনা জওয়ানও ভাল আছেন।
সেনার সূত্র জানিয়েছে, এর আগেও কঠিন পরিস্থিতিতে এ রকম অপারেশন করেছেন চিকিৎসকরা। ভারতীয় সেনার ফিল্ড হাসপাতালগুলো পূর্ণ মাত্রায় কাজ করছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখার বিভিন্ন এলাকার হাড় কাঁপানো ঠাণ্ডায় থাকতে হয় সেনাদের। সেই পরিস্থিতিতে জরুরি পরিষেবা দেওয়ার জন্যও তৈরি চিকিৎসকরাও।