ভেঙে পড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
ভুটানে ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার। প্রাণ হারিয়েছেন দুই পাইলট। নিহতদের মধ্যে এক জন ভারতীয়। অপরজন ভুটানের নাগরিক। মূলত প্রশিক্ষণের জন্যই ব্যবহার একটি ইঞ্জিন বিশিষ্ট চিতা হেলিকপ্টার ব্যবহার করে সেনাবাহিনী। প্রশিক্ষণ চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
সেনা সূত্রে খবর, শুক্রবার অরুণাচলপ্রদেশের খেরমু থেকে দুপুর ১টা নাগাদ রওনা দিয়েছিল হেলিকপ্টারটি। তার কিছু ক্ষণের মধ্যে রেডিয়ো ও ভিস্যুয়াল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরেই ভুটানের ইয়োনফুলা বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।
ঘটনার প্রয় সঙ্গে সঙ্গেই তল্লাশি অভিযান শুরু হয়। মিসামারি, গুয়াহাটি এবং হাসিমারা থেকে উদ্ধারকাজে যোগ দেয় বায়ুসেনার কপ্টারও। শেষমেশ ইয়োনফুলা বিমানবন্দরের কাছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের হদিশ মেলে বলে সেনাবাহিনীর তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে।
আরও পড়ুন: শিশুমৃত্যু-কাণ্ডে ‘নির্দোষ’ কাফিল খান, যোগী সরকারকে ক্ষমা চাইতে বললেন চিকিৎসক
আরও পড়ুন: নিজের শর্তে বাঁচতে চাওয়া পাকিস্তানি মডেল কান্দিল খুনে যাবজ্জীবন ভাইয়ের
ইয়োনফুলা বিমানবন্দর সলগ্ন এলাকা কুয়াশাচ্ছন্ন থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। নিহত দুই পাইলটই লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার। তাঁদের মধ্যে এক জন ভারতীয় সেনার পাইলট এবং অপর জন রয়্যাল ভুটান সেনার পাইলট। খুব শীঘ্র তাঁদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল আমন আনন্দ।