Missile

Missile: নিমেষে ধুলিসাৎ শত্রু ট্যাঙ্ক, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বানাল ভারত

এই ক্ষেপণাস্ত্রটি হালকা, সহজে বহনযোগ্য। শত্রুকে সহজে চিহ্নিত করতে ইনফ্রারেড লাগানো রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ১৮:৫৫
Share:

সেই ক্ষেপণাস্ত্র। ছবি সৌজন্য টুইটার।

শত্রুকে মোক্ষম জবাব দিতে ভারত বানিয়ে ফেলল দেশীয় প্রযুক্তির ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষোপণাস্ত্র। বুধবার তার সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এই ট্যাঙ্ক ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করল। নিমেষে শত্রু ট্যাঙ্ককে ধুলিসাৎ করার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের।

Advertisement

ক্ষেপণাস্ত্রটি হালকা, সহজে বহনযোগ্য। শত্রুকে সহজে চিহ্নিত করতে ইনফ্রারেড লাগানো রয়েছে। বুধবার পরীক্ষণের সময় দেখা গিয়েছে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে চোখের নিমেষে ধ্বংস করছে।

লাদাখে ভারত-চিন সীমান্তে যে টানাপড়েনের আবহ চলছে, এমন পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তির এই ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতীয় সেনার জন্য একটা বড় সুখবর। ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিআরডিও।

Advertisement

গত ফেব্রুয়ারিতেই দেশীয় প্রযুক্তির আরও একটি ক্ষেপণাস্ত্র সেনার হাতে তুলে দিয়েছিল ডিআরডিও। ওই ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে হেলিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement