FDI

নজরে চিন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে বড় পদক্ষেপ করল কেন্দ্র

বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের সীমান্ত-লাগোয়া দেশ যদি এ দেশে বিনিয়োগ করতে চায় সে ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।”  

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ১৮:১৫
Share:

ছবি: শাটারস্টক।

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র। সরকারের অনুমতি ছাড়া সীমান্ত-লাগোয়া কোনও দেশ থেকে কোনও সংস্থা বা ব্যক্তি ভারতে বিনিয়োগ করতে পারবেন না। শনিবার এক ববৃতিতে এমনটাই জানিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রক। ওই বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের সীমান্ত-লাগোয়া দেশ যদি এ দেশে বিনিয়োগ করতে চায় সে ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।”

Advertisement

গোটা বিশ্বে করোনা নিয়ে একটা সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এই সঙ্কটের সঙ্গে যুঝছে ভারতও। ফলে দেশের এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিদেশি সংস্থাগুলো দেশীয় সংস্থাগুলোকে যাতে অধিগ্রহণ করতে না পারে, বিশেষ করে চিনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

ভারতে দুটো পদ্ধতিতে বিদেশি বিনিয়োগের নিয়ম রয়েছে। একটা হল স্বয়ংক্রিয় পদ্ধতি। এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের জন্য সরকারের কোনও অনুমতি লাগে না। দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে সরকারের অনুমতি প্রয়োজন।

Advertisement

আগের এফডিআই নিয়ম অনুযায়ী এ দেশে কোনও বিনিয়োগ করতে গেলে শুধুমাত্র পাকিস্তান এবং বাংলাদেশকেই সরকারের অনুমতি নিতে হত। বাকি দেশগুলোর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য ছিল না। পরিবর্তিত নিয়ম অনুযায়ী এখন চিনকেও সরকারের পথ হয়েই বিনিয়োগের রাস্তায় হাঁটতে হবে।

প্রতিরক্ষা, টেলিকম এবং ওষুধ-সহ এমন ১৭টি ক্ষেত্র রয়েছে, যেখানে বিদেশি বিনিয়োগের জন্য সরকারের অনুমতি নিতে হয়।

আরও পড়ুন: করোনার হানা এ বার নৌবাহিনীতেও, আক্রান্ত ২১

আরও পড়ুন: দেশে করোনায় মৃত বেড়ে ৪৮০ জন, ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৯৯১

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement