প্রতীকী ছবি।
দেশ জুড়ে আবারও দাপাদাপি শুরু হয়েছে করোনাভাইরাসের। বুধবারের তুলনায় বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ আরও বাড়ল। সংক্রমণের সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ১৬ হাজার ১৫৯। এক দিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮।
দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষ ১৯ হাজার ৪৫৭। মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জনের। সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ।
অন্য দিকে, ভারতে হানা দিয়েছে করোনাভাইরাসের ওমিক্রনের উপরূপ বিএ.২.৭৫। এ কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনার নতুন করে সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে হু প্রধান বলেছেন, ‘‘গত দু’সপ্তাহে বিশ্বে কোভিড সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও আমেরিকায় বিএ.৪ ও বিএ.৫-এর সংক্রমণ ঘটেছে। ভারতে বিএ.২.৭৫ উপরূপের হদিস পাওয়া গিয়েছে।’’ হু’র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, করোনার এই নয়া উপরূপ বিএ.২.৭৫ প্রথম পাওয়া গেল ভারতে। তার পর তা আরও ১০টি দেশে ছড়িয়েছে।