China

Arunachal Pradesh: উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়ার অরুণাচল সফর নিয়ে চিনের আপত্তি খারিজ করল ভারত

চলতি মাসের গোড়াতেই অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে শতাধিক চিনা সেনা ভারতীয় এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১৮:৫৮
Share:

উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। ফাইল চিত্র।

উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর অরুণাচল প্রদেশ সফর নিয়ে বেজিংয়ের আপত্তি খারিজ করল নয়াদিল্লি। পাশাপাশি, বুধবার বিদেশ মন্ত্রকের তরফে অরুণাচলের নিয়ন্ত্রণরেখায় সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে যৌথ উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গত সপ্তাহে বেঙ্কাইয়া দু’দিনের অরুণাচল প্রদেশ সফরে গিয়েছিলেন। শনিবার সে রাজ্যের বিধানসভার অধিবেশনেও ভাষণ দেন তিনি। এর পরেই আপত্তি তোলে চিন। চিনা বিদেশমন্ত্রকের ঝাও লিজিয়ন বলেন, ‘‘চিন-ভারত সীমান্তের প্রশ্নে চিনের অবস্থান স্পষ্ট। চিন সরকার কোনওদিনই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। চিন-ভারত সীমান্তের পূর্ব অংশে ভারতের নেতাদের সফরের তীব্র বিরোধী চিন।’’

Advertisement

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বুধবার চিনা অভিযোগের জবাবে বলেন, ‘‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ প্রশ্নে কোনও আপস করা হবে না। এ ক্ষেত্রে চিনের আপত্তি আমরা খারিজ করছি।’’ তিনি জানান, ভারতীয় নেতারা যেমন নিয়মিত ভাবে বিভিন্ন রাজ্য সফর করেন তেমন ভাবেই অরুণাচলেও করবেন। এ ক্ষেত্রে ভবিষ্যতেও কোনও আপত্তি গ্রাহ্য করা হবে না।

প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে শতাধিক চিনা সেনা ভারতীয় এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ। তবে ওই এলাকায় মোতায়েন ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের পরে তারা পিছু হটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement