তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ফাইল চিত্র।
ইন্ডিয়া ‘হিন্দিয়া’ নয়, অমিত শাহকে স্মরণ করিয়ে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। গত বুধবার হিন্দি দিবসের অনুষ্ঠানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন যে, হিন্দি দেশের সকল ভাষার বন্ধু। শাহের কথায়, “কেউ কেউ মিথ্যা খবর ছড়ায় যে, হিন্দি এবং গুজরাতি, হিন্দি এবং তামিল কিংবা হিন্দি এবং মরাঠির মধ্যে প্রতিযোগিতা রয়েছে। কিন্তু এটা বোঝা উচিত যে হিন্দি দেশের সকল ভাষার বন্ধু।” এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়েই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন স্ট্যালিন।
বৃহস্পতিবার স্ট্যালিন জানান, অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত দেশের সব ভাষাকেই সরকারি ভাষার মর্যাদা দেওয়া উচিত। এর পাশাপাশি ১৪ সেপ্টেম্বর দিনটিকে ‘হিন্দি দিবস’ হিসাবে পালন না করে ‘ভারতীয় ভাষা দিবস’ হিসাবে পালন করারও দাবি তুলেছেন স্ট্যালিন। বৃহস্পতিবার স্ট্যালিনের দল ডিএমকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, দেশের আঞ্চলিক ভাষাগুলির গুরুত্ব সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবহিত থাকলেও তিনি শুধু হিন্দি এবং সংস্কৃত ভাষার সম্প্রসারণের জন্যই অর্থ বরাদ্দ করেন। এই বক্তব্যের সঙ্গে সাযুজ্য রেখেই স্ট্যালিন বলেন, “জাতীয় শিক্ষানীতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষাকে চাপিয়ে দিতে চাইছে।” করুণানিধি-পুত্র স্ট্যালিন স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, “এটা ইন্ডিয়া, হিন্দিয়া নয়। তাই দেশের সব ভাষাকে সমান মর্যাদা দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের।”
প্রসঙ্গত, সংবিধান হিন্দিকে ‘সরকারি কাজের প্রধান ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৪ সেপ্টেম্বর দিনটিকে ‘হিন্দি ভাষা দিবস’ হিসাবে পালন করার কথা জানিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। এই উপলক্ষে সুরতের সর্বভারতীয় ভাষা সম্মেলনে উপস্থিত হয়ে অমিত শাহ এ-ও দাবি করেন যে, হিন্দি গোটা দেশকে একত্রিত করতে সাহায্য করে। এই প্রেক্ষিতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বার বার হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। আর বিরোধীদের সেই অভিযোগেরই প্রতিধ্বনি শোনা গেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কথায়।