ছবি: পিটিআই
চলতি বছরের মধ্যেই দেশের সব নাগরিককেই টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। হিসেব বলছে, সেই লক্ষ্যে পৌঁছতে গেলে বর্তমানে যে হারে টিকাকরণ হচ্ছে দেশে, তা পাঁচ গুণ বাড়াতে হবে। ওই সময়ের মধ্যে দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশের সব নাগরিককে টিকা দিতে হলে টিকাকরণের গতি প্রায় ৯ গুণ বাড়াতে হবে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’-র রিপোর্ট বলছে, বর্তমান জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ গত ৫ মাসে যত পরিমাণ টিকা পেয়েছে, তাতে ১২ শতাংশেরও কম প্রাপ্তবয়স্ককে প্রথম টিকা দেওয়া সম্ভব হয়েছে। দু’টি টিকাই পেয়েছেন মাত্র ২.৫ শতাংশ মানুষ। যোগীরাজ্যে বর্তমানে দিনে গড়ে ১.৪ লক্ষ করে টিকা দেওয়া হচ্ছে। রিপোর্টে দাবি, ডিসেম্বরের মধ্যে সকল নাগরিককে টিকা দিতে হলে দিনে ১৩.২ লক্ষ করে টিকা দিতে হবে অর্থাৎ প্রায় ৯ গুণ।
বিহারেও টিকাকরণের গতি প্রায় ৮.৪ গুণ বাড়াতে হবে। জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশের পরেই রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে টিকাকরণের গতি ৪.৫ গুণ বাড়ালেই ডিসেম্বরের মধ্যে সব নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছুঁতে পারবে উদ্ধব সরকার। যে সব রাজ্যে ওই গতি ৫ গুণ বাড়ানো জরুরি, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশও। পরিসংখ্যান বলছে, হিমাচলে এখনও পর্যন্ত ৩৮ শতাংশ নাগরিক প্রথম টিকা পেয়ে গিয়েছেন। দু’টি টিকাই পেয়েছেন সে রাজ্যের ৭.৯ শতাংশ।