India Lockdown

দোকানে গিয়ে বৌ নিয়ে ফিরল ছেলে

এই ঘটনা ভাইরাল সামাজিক মাধ্যমেও। সেখানে দেখা যাচ্ছে, থানার সামনে বসে রয়েছেন মা। তাঁর সামনে দাঁড়িয়ে নববধূ।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০১ মে ২০২০ ০৪:৩৯
Share:

গুড্ডু ও সাবিত্রী। ছবি: টুইটার থেকে নেওয়া।

মুদির দোকানে পাঠিয়েছিলেন ছেলেকে। বাড়ি ফিরতেই চক্ষু চড়কগাছ মায়ের! নতুন বৌ নিয়ে বাড়ি ঢুকেছে ছেলে। বুধবার উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের সাহিবাবাদ থানায় এমনই অভিযোগ নিয়ে হাজির হন এক বয়স্ক মহিলা। করোনা পরিস্থিতিতে লকডাউন কী ভাবে নিশ্চিত করা যায়, সেই নিয়েই ব্যস্ত পুলিশ। মহিলার এমন অভিযোগে হকচকিয়ে যান সমস্ত পুলিশকর্মী।

Advertisement

শোকাতুর ওই মহিলা ছেলের বিরুদ্ধে অভিযোগ এনে স্পষ্ট জানান, এই বিয়ে তিনি মেনে নেবেন না।

এই ঘটনা ভাইরাল সামাজিক মাধ্যমেও। সেখানে দেখা যাচ্ছে, থানার সামনে বসে রয়েছেন মা। তাঁর সামনে দাঁড়িয়ে নববধূ। মায়ের অভিযোগ, গত দু’মাস বাড়িতেই ছিল তাঁর ছেলে। কিন্তু এ দিন মুদিখানায় যাওয়ার নাম করে বেরিয়ে এই কাণ্ড ঘটিয়েছে!

Advertisement

গুড্ডুর মা ছেলের বিয়ের বিষয়ে কিছুই জানতেন না, তিনি এই বিয়ে মানতে চাইছেন না। এই অবস্থায় সাহিবাবাদ পুলিশ একটি সমাধানের রাস্তা খুঁজে বের করেছে। তারা সাবিত্রীর বাড়ি মালিককে অনুরোধ করেছে, লকডাউনের সময় গুড্ডু ও সাবিত্রীকে যেন ওই বাড়িতে থাকতে দেওয়া হয়।

ক্যামেরার সামনে গুড্ডু:

পুলিশকে ওই মহিলার ছেলে বছর ছাব্বিশের গুড্ডু জানিয়েছেন, দু’মাস আগেই হরিদ্বারের আর্য সমাজ মন্দিরে সবিতাকে বিয়ে করেন তিনি। কিন্তু সাক্ষী না মেলায় সেই সময়ে বিয়ের শংসাপত্র পাননি তিনি। শংসাপত্রের জন্য ফের হরিদ্বারে যাবেন বলেও মনস্থ করেছিলেন। কিন্তু করোনার জেরে লকডাউন বলবৎ হওয়ায় ভেস্তে যায় সমস্ত পরিকল্পনা।

আরও পড়ুন: বিশ্বে কাজ যাবে অর্ধেকের! আশঙ্কা বাড়ছে ভারতেও

এ দিকে বিয়ের শংসাপত্র না-থাকায় বাড়িতেও নিয়ে যেতে পারছিলেন না নতুন বৌকে। হরিদ্বার থেকে ফেরার পরে দিল্লিতে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন সবিতা। গুড্ডু ভেবেছিলেন, লকডাউন শেষ হলেই এর সমাধান করবেন। কিন্তু লকডাউনের মেয়াদ বাড়তেই থাকে। কিন্তু গুড্ডু আর অপেক্ষা করতে চাননি।

গুড্ডুর কথায়, ‘‘আজ ঠিকই করেছিলাম, সবিতাকে বাড়ি নিয়ে আসব।’’ সবিতার বাড়িওয়ালাও ঘর খালি করার জন্য চাপ দিতে থাকে। তাই বাধ্য হয়েই মুদিখানায় যাওয়ার ছুতোয় বাড়ি থেকে বেরিয়ে নতুন বৌ নিয়ে সটান হাজির হন বাড়িতে। তার পরেই একটা ফয়সালা করার আশায় থানায় হাজির হন গুড্ডুর মা। শেষ পর্যন্ত সমাধানসূত্র বার হয় পুলিশি মধ্যস্থতায়। সবিতার বাড়ির মালিককে পুলিশ অনুরোধ করে, নবদম্পতিকে যেন লকডাউনের সময়টুকু থাকতে দেওয়া হয়। এই সময়ের মধ্যেই গুড্ডুকে পারিবারিক বিবাদ মিটিয়ে নিতেও পরামর্শ দিয়েছেন পুলিশকর্মীরা।

আরও পড়ুন: ভিন্নরাজ্য থেকে বাসে শ্রমিকদের ফেরাতে আপত্তি

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement