ফাইল চিত্র।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী লকডাউন নিয়ে বিঁধলেন সরকারকে। এক টুইটে তিনি আজ লিখেছেন, ‘‘(পোশাকের মতো) সবার জন্য একই মাপের লকডাউন লক্ষ লক্ষ কৃষক, পরিযায়ী শ্রমিক, দিনমজুর ও ব্যবসায়ীদের নিদারুণ দুর্দশায় ফেলেছে। এখন দরকার স্মার্ট পরিবর্তন, যাতে ঢালাও পরীক্ষার মাধ্যমে ভাইরাসের হটস্পটগুলিকে বিচ্ছিন্ন করে অন্যান্য এলাকায় ব্যবসাপাতি ধীরে ধীরে খুলতে পারে।’’ মোদী সরকার অবশ্য কয়েক দিন ধরে এই কথাগুলিই বলে আসছে ও সেই অনুযায়ী পরিকল্পনা তৈরির কাজও চলছে বলে সরকারি সূত্রের খবর।
কংগ্রেসের আরও অভিযোগ, মার্চের গোড়া থেকেই বাধ্যতামূলক ভাবে বিদেশি যাত্রীদের কোয়রান্টিনে পাঠালে ভারতের পরিস্থিতি আজ অনেকটাই সুরক্ষিত থাকত। বিদেশি উড়ান আসা বন্ধ করার ক্ষেত্রেও অনেকটাই দেরি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।
বস্তুত বিভিন্ন দেশের তবলিগিরা যখন দিল্লিতে ধর্মীয় সমাবেশ করছিলেন, মোদী সরকার তখন ব্যস্ত ছিল ভারতে আটকে পড়া বিদেশিদের ফেরত পাঠাতে। সরকারি হিসেব বলছে, মার্চের মাঝামাঝি থেকে ১১ এপ্রিলের মধ্যে ৪৩টি দেশের ২৮ হাজার ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে। কংগ্রেসের বক্তব্য, বিদেশিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সরকারের সক্রিয়তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বিমানবন্দরে বিদেশ থেকে আসা ব্যক্তিদের জ্বর মাপা ছাড়া আর কিছুই করা হয়নি।
আরও পড়ুন: হাওড়ার ৬টি ওয়ার্ডে ফোন করলেই মুদিখানার হোম ডেলিভারি