ছবি সংগৃহীত।
তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ মে। তার আগে ১২ মে অর্থাৎ পরশু থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল। প্রথম দফায় ১৫ জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। দেশের ১৫ শহরে চলবে ওই ট্রেন। সে জন্য সোমবার বিকেল ৪টে থেকে অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা।
২৪ মার্চ মধ্যরাত থেকে জারি হয়েছে লকডাউন। ইতিমধ্যেই তা বাড়তে বাড়তে তৃতীয় দফায় পড়েছে। এর আগে লকডাউন চলাকালীন মালবাহী ট্রেন ও শ্রমিক স্পেশাল চালানো হলেও, প্যাসেঞ্জার স্পেশাল চালানোর সিদ্ধান্ত এই প্রথম। শেষ পর্যন্ত লকডাউনের ৫০ দিনের মাথায় চালু হতে চলেছে ওই পরিষেবা। আপাতত ওই প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে নয়াদিল্লি স্টেশন থেকে দেশের ১৫টি শহরে। তার মধ্যে রয়েছে হাওড়া, ডিব্রুগড়, আগরতলা, পটনা, বিলাসপুর, রাঁচী, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাডগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমদাবাদ এবং জম্মু-তাওয়াই। ধাপে ধাপে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
তবে ভিড় এড়াতে টিকিট কাউন্টার আপাতত বন্ধ রাখা হয়েছে। টিকিট পাওয়া যাবে এক মাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইটে। টিকিটের ভাড়া আগের মতোই থাকবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। তবে যাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে ট্রেনে উঠতে হবে। তাঁদের মাস্ক পরে ট্রেনে চড়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। যেখান থেকে ট্রেন ছাড়ছে, অর্থাৎ দিল্লিতে যাত্রীদের জন্য থার্মাল স্ক্রিনিংয়েরও ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: শ্রমিকদের ফেরাতে দিনে ৩০০ ট্রেন চালাতে তৈরি রেল, দাবি, পীযূষ গয়ালের
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)