এ ভাবেই পিপিই পরে পরিষেবা দিলেন বিমানসেবিকারা । —এক যাত্রীর তোলা ছবি
লডকাউনের জেরে দীর্ঘ দিন বন্ধ থাকার পর, সোমবারই দেশের বিভিন্ন শহরের মধ্যে ফের শুরু হয়েছিল বিমান পরিষেবা। আর প্রথম দিনেই ঘটল বিপত্তি। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এ দিন বিভিন্ন শহর থেকে দিল্লিগামী ও দিল্লি থেকে বিভিন্ন শহরের উদ্দেশে যাওয়ার মোট ৮২টি বিমান বাতিল করা হয়েছে। আর তা নিয়ে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিমানবন্দরে অপেক্ষায় থাকা যাত্রীরা। দিল্লি বিমানবন্দরের টার্মিনালেই বিক্ষোভ দেখান যাত্রীদের একাংশ। সোশাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় তোলেন তাঁরা। তাঁদের অভিযোগ, আগাম কোনও তথ্য ছাড়াই একেবারে শেষ লগ্নে উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে হয়রানির শিকার হন যাত্রীরা।
এ দিন দিল্লি থেকে ১২৫টি বিমান দেশের বিভিন্ন শহরের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। দিল্লিতে নামার কথা ছিল ১১৮টি বিমানের। বিমানে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন বহু যাত্রীই। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। একের পর এক বিমান বাতিল করে দেওয়া হয়। শেষ মুহূর্তে বিমান বাতিল হওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। দিল্লি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে তাঁরা বিক্ষোভ দেখান। এ নিয়ে সোশাল মিডিয়াতেও একের পর এক পোস্ট করতে থাকেন। যাত্রীদের অভিযোগ, বিমান যে বাতিল করা হয়েছে তা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা জানতে পারেননি।
দিল্লির মতো ছবি দেখা গিয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরেও। এ দিন সেখানে মোট ৫০টি বিমান ওঠানামার কথা ছিল। এ দিন সেখানে ভোর থেকেই যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছিল। টার্মিনালে যাত্রীদের লাইনও ক্রমশই লম্বা হতে শুরু করে। যাত্রীদের থার্মাল স্ক্রিনিং চলছিল। তাঁদের মোবাইলে ‘আরোগ্য সেতু’ অ্যাপ রয়েছে কিনা তাও-ও খতিয়ে দেখা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত বিমান বাতিল হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েন যাত্রীরা। বিমান চলাচল কখন শুরু হবে তা নিয়েও তীব্র ধোঁয়াশা দেখা দেয় যাত্রীদের মধ্যে।
বিমান যাত্রীদের ফেস মাস্ক বাধ্যতামূলক, সেই নিয়ম মেনেই সফর। —এক যাত্রীর তোলা ছবি
আরও পড়ুন: অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালুর দিনেই মুম্বই বিমানবন্দরে আক্রান্ত দুই কাস্টমস অফিসার
এ দিন দিল্লি ও মুম্বইয়ের মতো দৃশ্য তৈরি হয় চেন্নাইতেও। বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন মুম্বইয়ের বাসিন্দা বিশ্বনাথন নামে এক যাত্রী। তাঁর কথায়, ‘‘১৫ মার্চ থেকে আমরা চেন্নাইয়ে আটকে। কষ্ট করে বিমানের তিনটে টিকিট জোগাড় করেছিলাম। কিন্তু এখন এখানে এসে জানতে পারলাম আমাদের বিমান বাতিল হয়েছে। বিমান কখন চালু হবে সে সম্পর্কে হেল্প ডেস্কও কিছু বলতে পারছে না।’’ একইরকম ভাবে বেঙ্গালুরু থেকেও ন’টি বিমান বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: সংক্রমণে ইরানকে টপকে বিশ্বে প্রথম দশে ভারত, মহারাষ্ট্রে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার