Subrahmanyam Jaishankar

ভাঙন ধরানো নয়, স্থিতিশীল শক্তি হিসেবে উঠে আসতে চায় ভারত: জয়শঙ্কর

রাজধানীতে মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের এই রাইসিনা আলোচনায় রাশিয়া, ইরান-সহ ১৭টি দেশের বিদেশমন্ত্রী উপস্থিত রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৪:৩২
Share:

রাইসিনা মঞ্চ থেকে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি টুইটার থেকে নেওয়া

ভাঙন ধরানো বা ঐক্য নষ্ট করা ভারতের কাজ নয়। বরং নির্ণায়ক শক্তি হিসেবেই নিজেকে তুলে ধরতে চায় ভারত। বছরের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘রাইসিনা আলোচনা ২০২০’ এর মঞ্চ থেকে বুধবার এমনটাই বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়, ‘‘সংহতি নষ্ট করার জন্যে অনেক শক্তি রয়েছে। কাউকে একটা দরকার সম্পর্ক মেরামতির করার জন্য।’’

Advertisement

রাজধানীতে মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের এই রাইসিনা আলোচনায় রাশিয়া, ইরান-সহ ১৭টি দেশের বিদেশমন্ত্রী উপস্থিত রয়েছেন। সূত্রের খবর, তার মধ্যে ১২টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর মধ্যে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে পৃথক বৈঠক দু’টি বর্তমান পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। আমেরিকার যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ার পর এই প্রথম ইরানের কোনও মন্ত্রী ভিন্‌দেশের মাটিতে বক্তৃতা দেবেন। এদিন ইরান-আমেরিকা দ্বৈরথ সম্পর্কে এদিন জয়শঙ্করের বক্তব্য, এই দুই দেশই স্বতন্ত্র। ভবিষ্যত পরিণতি কী হবে তা নির্ভর করছে কারা মধ্যস্থতা করছেন তার ওপর।

গোটা বিশ্বের সঙ্গে সংযো‌গস্থাপনে বর্তমান সরকারের সদর্থক ভূমিকারও প্রশস্তি জয়শঙ্করের মুখে। খোঁচা রইল আগের সরকারের জন্যে। এ দিন তিনি বলেন, ‘‘আমরা আগে মুখে বেশি বলতাম, কাজ করতাম কম। কিন্তু গত কয়েক বছরে বিষয়টা উল্টে গিয়েছে। আমরা কাজ করছি অনেক বেশি, বলছি কম।’’ কাজের ফিরিস্তিও দিয়েছেন জয়শঙ্কর। তাঁর বক্তব্য, গোটা বিশ্বের সঙ্গে সংযুক্তকরণের মোট ১৪২টি প্রকল্পে কাজ চলছে। তার মধ্যে ৫৩টি কাজ হয়ে গিয়েছে। জয়শঙ্কর মনে করিয়ে দিচ্ছেন, আফগানিস্তান শ্রীলঙ্কার মতো যুদ্ধবিধ্বস্ত দেশের সঙ্গে রেল ও সড়ক স‌ংযোগ স্থাপন করেছে ভারত। সুদান, রওয়ানডার সঙ্গে হাইডেল প্রজেক্ট তৈরি হয়েছে। ভারত চিনির কল তৈরি করেছে ইথিওপিয়ায়। চিনের জন্যেও বার্তা রইল জয়শঙ্কেররের বক্তৃতায়। তাঁর কথায়, প্রতিবেশী দেশগুলির মধ্যে যে কোনও জটিল বিষয়ে একটা সমঝোতাসূত্র তৈরি করা জরুরি।

Advertisement

রাশিয়ার বিদেশমন্ত্রী বুধবার সের্গেই লাভরভ বুধবার রাষ্টপুঞ্জে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার পক্ষে সওয়াল করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement