India-China

Indo-China: চিনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া স্থগিত, পড়ুয়াদের ঢুকতে না দেওয়ায় ক্ষুব্ধ ভারত

চিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত ভারতীয় পড়ুয়ারা সেখানে গিয়ে ক্লাস করতে পারছেন না। বিষয়টি নিয়ে ভারতের তরফে উদ্বেগ প্রকাশ করেও ফল হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৭:৫৯
Share:

প্রতীকী চিত্র।

চিনা পর্যটকদের ভারতে প্রবেশের ভিসা দেওয়া স্থগিত রাখল ভারত। আন্তর্জাতিক বিমান নিয়ামক সংস্থা আইএটিএ এই খবর জানিয়ে বলেছে ২০ এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। এর ফলে পর্যটক ভিসাধারী চিনা নাগরিকরাও এখন ভারতে ঢুকতে পারবেন না।

Advertisement

চিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত ভারতীয় পড়ুয়ারা সেখানে গিয়ে ক্লাস করতে পারছেন না। কারণ চিনের অনুমতি নেই। বার বার বিষয়টি নিয়ে ভারতের তরফে উদ্বেগ প্রকাশ করেও ফল হয়নি। এই পরিস্থিতিতে এ বার চিনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া স্থগিত রাখল ভারত। প্রায় ২২ হাজার ছাত্রছাত্রী চিনের অনুমতির অপেক্ষায়। এখনও সে দেশে ঢুকতে পারেননি। অধিকাংশেরই পড়াশোনা মাঝপথে থেমে গিয়েছে।

আইএটিএ-এর তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিনা নাগরিকদের পর্যটক ভিসা আর কার্যকর নয়। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে, কোন কোন দেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন তা-ও জানানো হয়েছে তালিকায়।

Advertisement


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement