Indians in Russian Army

রুশ সেনাবাহিনীতে কর্মরত কেরলের বাসিন্দার মৃত্যু! মস্কোকে ‘কড়া’ বার্তা দিয়ে বাকিদের মুক্তির দাবি দিল্লির

কেরলের ত্রিশূরের বাসিন্দা বিনিল বাবু। পেশায় ইলেক্ট্রিশিয়ান। তবে মোটা বেতনের চাকরির টোপে ফেঁসে যান তিনি। বিনিল এবং তাঁর এক বন্ধু রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১০:১২
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

ইউক্রেনের সঙ্গে সংঘর্ষে রুশ সেনাবাহিনীতে থাকা আরও এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি জানিয়েছে, এ ব্যাপারে রাশিয়ার সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছে। রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের দ্রুত ফেরাতে হবে, সেই কথাও জানানো হয়েছে।

Advertisement

রুশ সেনাতে ভারতীয়দের উপস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘বিষয়টি মস্কোতে রাশিয়ার প্রশাসনকে জানানো হয়েছে। শুধু তা-ই নয়, নয়াদিল্লিতে রাশিয়ার দূতাবাসের সঙ্গেও আলোচনা চলছে। রুশ বাহিনীতে কর্মরত ভারতীয়দের দ্রুত মুক্তির ব্যাপারেও দাবি জানিয়েছি।’’

কেরলের ত্রিশূরের বাসিন্দা বিনিল বাবু। বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতেন। তবে মোটা বেতনের চাকরির টোপে ফেঁসে যান তিনি। বিনিল এবং তাঁর এক বন্ধু রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন। যদিও পরে তাঁরা জানতে পারেন, সেখানে তাঁদের কাজ করতে হবে রুশ সেনার হয়ে। বিনিলের পরিবারের দাবি, তাদের ছেলে বিনিল এবং তাঁর বন্ধু জৈনকে ড্রোন হামলায় আহত হন। পরে বিনিলের মৃত্যু হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিনিলের দেহ দ্রুত দেশে ফেরাতে মস্কোর সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি।

Advertisement

গত বছর এপ্রিল মাসে বিনিল এবং জৈন রাশিয়ায় যান। সেখানে কলের মিস্ত্রির কাজ দেওয়া হবে বলে জানিয়েছিলেন এক ‘এজেন্ট’। পরিবারের দাবি, রাশিয়া পৌঁছে বিনিলরা জানতে পারেন রুশ সেনাবাহিনীতে সহায়ক হিসাবে কাজ করতে হবে তাঁদের। কেড়ে নেওয়া হয় পাসপোর্টও। তার পর আর ভারতে ফিরতে পারেননি দু’জন।

২০২৪ সালের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। রুশ সেনার সহযোগী হিসাবে চুক্তিভিত্তিক নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে। এ ক্ষেত্রে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এমনকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতেও তাঁদের ব্যবহার করা হয়েছিল বলে খবর। শুধুমাত্র ভারতীয়দের নয়, ইউক্রেনের সঙ্গে সংঘাতের আবহে বিভিন্ন দেশের নাগরিকদের রুশ সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। নেপালেরও প্রায় দুশো নাগরিককে রুশ বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল বলে খবর ছড়ায়।

রুশ সেনাবাহিনীতে ভারতীদের উপস্থিতি বিষয়ে গত বছর জুলাইয়ে রাশিয়া সফরে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একান্ত বৈঠকে ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়ার ব্যাপারে ‘বন্ধু’ পুতিনকে অনুরোধ করেন তিনি। তার পর থেকেই একে একে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়ার কাজ শুরু করে পুতিন সরকার। কিন্তু তার পরও এখনও কয়েক জন ভারতীয় রুশ সেনাবাহিনীতে আছেন। তাঁদেরই ফেরানোর ব্যাপারে আবার এক বার তৎপর হল দিল্লি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement