সারা দেশে এখনও পর্যন্ত মোট ১৮৫ কোটি ২০ লক্ষ করোনার টিকা দেওয়া হয়েছে। ফাইল চিত্র
দেশে আরও কমল করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া দৈনিক করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩ জন। যা বুধবারের চেয়ে ৪.৮ শতাংশ কম। বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৮৬ জন। গত ২৪ ঘণ্টায় কমেছে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার দেশে মৃত্যু হয়েছে মোট ৪৩ জনের।
৪৩ জনের মধ্যে কেবলমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ৩২ জনের। তার মধ্যে ২৯ জনের করোনা আক্রান্ত হয়ে আগেই মৃত্যু হয়েছিল। কিন্তু তা অনথিভুক্ত ছিল।
দেশে ক্রমেই নিম্নমুখী করোনার রেখচিত্র। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া দৈনিক করোনা পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ০.২১ শতাংশ। সারা দেশে এখনও পর্যন্ত মোট ১৮৫ কোটি ২০ লক্ষ করোনার টিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১,৬৩৯ জন।