covid 19 india

India Covid Bulletin: ভারতে আরও কমল করোনা আক্রান্ত, কমেছে দৈনিক সংক্রমণ, মৃত্যুও

  • গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ২৯৮ জন।
  • দেশে মোট চার কোটি ২০ লক্ষ ৩৭ হাজার ৫৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
  • গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২৫ জনের।
  • তার মধ্যে ১৯৫ জনের মৃত্যু হয়েছে কেরলে।
  • এর মধ্যে ১৯১ জনের আগেই করোনায় মৃত্যু হয়েছিল। কিন্তু তা অনথিভুক্ত ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৫২
Share:

ফাইল ছবি।

দেশে আরও কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭০ জন। শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৯২০ জন। কমেছে দৈনিক সংক্রমণের হারও। শনিবার দেশে দৈনিক সংক্রমণের হার ১.৮০ শতাংশ। শুক্রবার ছিল ২.০৭ শতাংশ।

দেশে কমতির পথে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ২৯৮ জন। দেশে মোট চার কোটি ২০ লক্ষ ৩৭ হাজার ৫৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২৫ জনের। তার মধ্যে ১৯৫ জনের মৃত্যু হয়েছে কেরলে। যদিও এর মধ্যে ১৯১ জনের আগেই করোনায় মৃত্যু হয়েছিল। কিন্তু তা অনথিভুক্ত ছিল। এর ফলে দেশে করোনায় মোট মৃত্যু হল পাঁচ লক্ষ ১১ হাজার ২৩০ জনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement