আবার বাড়ছে করোনা। ফাইল চিত্র।
করোনা সংক্রমণে লাগাম নেই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৮,২৫৭ জন। কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৪২ জন মানুষ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সব মিলিয়ে করোনায় মৃত্যু সংখ্যা পৌঁছেছে ৫,২৫,৪২৮-এ।
গত শুক্রবারের তুলনায় দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লির মতো রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল। যেমন, গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৭১ জন। শুধু চেন্নাইয়ে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪৪ জন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
সংক্রমণ বেড়ে চলেছে মহারাষ্ট্রে। শনিবারই ২,৭৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শুধু মুম্বইয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন। যদিও মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। সব মিলিয়ে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছেছে ১,২৮,৬৯০-তে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪,৫৫৩ জন। দেশে করোনা সংক্রমণের হার এখন ৩.৩৭ শতাংশ।