রাশিয়ার প্রেসিডেন্ট।
গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের দিনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে আটক ১০ জন ভারতীয় জওয়ানকে চিনের ফেরত পাঠানোর পিছনে মস্কোর দৌত্য রয়েছে বলে কূটনৈতিক সূত্রে খবর।
গোড়া থেকেই ভারত ওচিনের এই সংঘাতে খুব নিচু স্বরে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে রাশিয়া। বিভিন্ন স্তরে একাধিক বিবৃতি দিয়ে তারা বলেছে যে ভারত ও চিনের মতো দুই বন্ধু-দেশের মধ্যে শান্তি তাদের কাম্য। ফলে আগ বাড়িয়ে মধ্যস্থতার চেষ্টা না-করলেও ব্যাক চ্যানেল কথাবার্তা তারা বলে চলেছে নিরন্তর। জুন মাসের ২৪ তারিখ ছিল রাশিয়া ভারত ও চিনের (রিক গোষ্ঠী) বিদেশমন্ত্রীদের ভিডিয়ো বৈঠক। তার আগেই গালওয়ানে রক্তপাতেরফলে ভারত-চিন সম্পর্ক কার্যত কোমায়
পৌঁছে যায়। ভারতের ১০ জন জওয়ানকে চিন আটক করেছিল বলে সূত্রের খবর। রাশিয়ার পক্ষ থেকে চিনকে বলা হয় দ্রুত
তাঁদের ফিরিয়ে না-দিলে অশান্তি বাড়বে। রিক গোষ্ঠীর বৈঠকে ভারতকে যোগ দেওয়ানোও অসম্ভব হয়ে দাঁড়াবে। রিক বৈঠকের ঠিক আগেই ফিরিয়ে দেওয়া হয় ভারতীয় সেনাদের।