Rahul Gandhi

লাদাখের দ্বন্দ্ব সত্ত্বেও মোদী প্রশংসায় কেন চিন? প্রশ্ন রাহুলের

নরেন্দ্র মোদীকে ফের নতুন করে তোপ রাহুলের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুন ২০২০ ২২:০৮
Share:

মোদীকে ফের আক্রমণ রাহুলের। ছবি: সংগৃহীত।

এক দিন আগেই ‘সারেন্ডার মোদী’ বলে তীব্র আক্রমণ করেছিলেন। এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আরও কড়া প্রশ্নবাণ ছুড়ে দিলেন রাহুল গাঁধী। লাদাখে চিনা আগ্রাসনের পরেও কেন নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ চিন? টুইটারে সোমবার ফের নতুন করে তোপ রাহুলের।

Advertisement

লাদাখে চিনা আগ্রাসনের ফলে ভারতীয় সেনা হতাহতের ঘটনার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাগাতার আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। অনুপ্রবেশের পরেও মোদী যে ভাবে তা কার্যত নস্যাৎ করে দিয়েছেন, তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাহুল। এ দিনও সেই ধারাবাহিক আক্রমণ অব্যাহত তাঁর। তবে শুধুমাত্র প্রশ্ন তুলেই থেমে থাকেননি তিনি। চিনের সরকারি মুখপাত্র হিসাবে পরিচিত সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এর রিপোর্ট উদ্ধৃত করে রাহুলের সাফ প্রশ্ন, “চিন আমাদের সেনানীদের হত্যা করেছে। চিন আমাদের ভূখণ্ড কেড়ে নিয়েছে। তা হলে এই দ্বন্দ্বের সময়েও চিন কেন মিস্টার মোদীর প্রশংসা করছে?”

‘গ্লোবাল টাইমস’-এ শুক্রবারের সর্বদলীয় বৈঠকে মোদীর ভাষণের প্রশংসা করা হয়েছে। ওই রিপোর্টে এ-ও দাবি করা হয়েছে, চিনের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না ভারত। সব জেনেবুঝেই দেশের জনগণকে তুষ্ট করতে এবং ভারতীয় সেনার মনোবল বাড়াতে সংঘর্ষ এড়াতে চাইছেন প্রধানমন্ত্রী মোদী। এবং সে কারণেই শব্দ নিয়ে খেলা করছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: শব্দের গুরুত্ব বুঝে কথা বলা উচিত প্রধানমন্ত্রীর, গালওয়ান ইস্যুতে মোদীকে খোঁচা মনমোহনের

আরও পড়ুন: আগ্রাসন হলে জবাব দেওয়ার ক্ষমতা সেনাকে, এত দিন কি ছিল, প্রশ্ন প্রতিরক্ষা মহলে​

আরও পড়ুন: গালওয়ানের পর এ বার দেপসাং ভ্যালি টার্গেট চিনের?

১৫ জুনের সন্ধ্যায় লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পার করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করা সত্ত্বেও সর্বদলীয় বৈঠকে কার্যত তা নস্যাৎ করে দিয়েছেন মোদী। ভারতীয় সেনার ২০ জন নিহত হলেও চিনের নামোল্লেখ না করে অনুপ্রবেশ নিয়ে তাঁর মন্তব্য ছিল, “ওখানে কেউ আমাদের সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েনি। ওখানে আমাদের এলাকায় কেউ ঢুকেও বসে নেই। আমাদের কোনও পোস্ট (সেনা চৌকি) অন্য কারও দখলেও নেই।” মোদীর এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া শুরু হয় দেশের রাজনৈতিক তথা কূটনৈতিক মহলে। এ নিয়ে মোদীর বিরুদ্ধে আক্রমণ তীব্র করেন রাহুলও। তিনি প্রশ্ন করেন, “যদি কেউ (ভারতীয় ভূখণ্ডে) না-ই ঢুকে থাকে, তা হলে ভারতীয় সেনারা কোথায় এবং কী ভাবে মারা গেলেন?” এতে ক্ষান্ত হননি তিনি। এর পর একের পর প্রশ্নবাণে জর্জরিত করেছেন বিজেপি শাসককে। চিন যে পূর্বপরিকল্পিত ভাবে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে গালওয়ান উপত্যকায় হামলা চালিয়েছে, তা-ও দাবি করেন রাহুল। দেশের সরকারের ব্যর্থতার জন্যই যে সেনাবাহিনীর সদস্যরা প্রাণ দিয়ে তার মূল্য চুকিয়েছেন, সে কথাও বলেন তিনি। এর পর মোদীকে ‘সুরেন্দ্র মোদী’ নামেও উল্লেখ করেন তিনি। তবে সুকৌশলে তা ইংরেজিতে লিখে প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদী’ হিসাবে আখ্যা দেন রাহুল। এ দিন সেই আক্রমণের ধারাবাহিকতাই বজায় রাখলেন এই কংগ্রেস দলনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement