গ্রাফিক: তিয়াসা দাস।
গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে তাদের সেনার সংঘর্ষকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে দু’দেশের মধ্যে আলোচনার পথ প্রশস্ত করার প্রস্তাব দিল চিন।
কয়েক মাস আগেই লাদাখ সীমান্তে চিনা সেনার সঙ্গে লড়াইয়ে মারা যান ২০ জন ভারতীয় সেনা। চিনের তরফ থেকে আরও বেশি সেনার মৃত্যুর খবর সামনে এলেও সরকারি ভাবে হতাহতের সংখ্যা নিয়ে বেজিং মন্তব্য করেনি। ওই ঘটনা নিয়ে ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত সুন ওয়েইডং আজ মুখ খুলেছেন। ডিজিটাল মাধ্যমে চিন ও ভারতের যুবদের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘কিছু দিন আগেই সীমান্তে এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে, চিন বা ভারত— কোনও দেশই যা দেখতে চায়নি। বিষয়টিকে ঠিক রাস্তায় আনতে আমরা চেষ্টা করছি। দু’দেশের ইতিহাসের মধ্যে এটা একটা সংক্ষিপ্ত মুহূর্ত।’’ ওয়েইডং আরও বলেন, ‘‘প্রতিযোগী নয়, ভারতকে সহযোগী হিসেবে দেখতে চাইছে চিন। দিল্লিকে নিজেদের বিপদ হিসেবে দেখতে চাই না আমরা, সম্ভাবনার ক্ষেত্র ভাবতে চাই। তাই সীমান্ত-জটিলতা আলোচনার টেবিলে মিটিয়ে নিতে হবে। সংঘাত এড়িয়ে ভারত ও চিনকে শান্তিতে বসবাস করতে হবে।’’
গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারতে চিনা পণ্য বয়কটের দাবি উঠেছে বিভিন্ন মহলে। আত্মনির্ভর ভারতের স্লোগান তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষাপটে ওয়েইডং বলেন, ‘‘কোনও দেশই দুনিয়া থেকে নিজেদের আলাদা করে উন্নয়নের পথে এগোতে পারে না। আমরা আমাদের আত্মনির্ভর হতে হবে ঠিকই। কিন্তু দুনিয়ার জন্যও দরজা খুলে দিতে হবে। এই পথেই আমরা আরও বেশি উন্নতি করতে পারব।’’
আরও পড়ুন: মমতার মতেই সায়, নিট-আর্জি কোর্টে
আরও পড়ুন: সনিয়া-মমতার সখ্য স্পষ্ট বৈঠক জুড়েই