Telangana Assembly Election 2023

এ বার ভোটের তেলঙ্গানায় সক্রিয় কেন্দ্রীয় সংস্থা, কংগ্রেস প্রার্থীর ঠিকানায় হানা আয়কর বিভাগের

আয়কর বিভাগের তল্লাশি অভিযান চলাকালীনই উত্তেজিত কংগ্রেস নেতা-কর্মীরা শ্রীনিবাস রেড্ডির বাড়ির সামনে হাজির হয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

হায়দরাবাদ শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৩:৫৪
Share:

কংগ্রেস নেতার এই বাড়িতেই হয়েছে আয়কর হানা। ছবি: টুইটার থেকে নেওয়া।

রাজস্থান, ছত্তীসগঢ়ের পরে এ বার ভোটমুখী তেলঙ্গানায় ‘সক্রিয়’ হল কেন্দ্রীয় সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আয়কর বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে খাম্মামে কংগ্রেস নেতা পি শ্রীনিবাস রেড্ডির বাড়ি এবং দফতরে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Advertisement

কোন মামলার সূত্র ধরে আসন্ন বিধানসভা ভোটের কংগ্রেসে প্রার্থীর ঠিকানায় এই হানাদারি তা নিয়ে আয়কর বিভাগের তরফে কিছু জানানো হয়নি। তল্লাশি অভিযান চলাকালীনই উত্তেজিত কংগ্রেস নেতা-কর্মীরা শ্রীনিবাসের বাড়ির সামনে হাজির হয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

খাম্মাম জেলার প্রভাবশালী নেতা শ্রীনিবাস চলতি বছরের জুন মাসে তেলঙ্গানার শাসকদল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এ বারের বিধানসভা ভোটে ওই জেলার পলাইর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে বুধবার শ্রীনিবাস অভিযোগ করেছিলেন, ভোটের আগে কংগ্রেসের নেতাদের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দিতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement