Madhya Pradesh Assembly

নেহরুকে সরিয়ে অম্বেডকর! মধ্যপ্রদেশে নতুন বিধানসভার প্রথম অধিবেশনে ছবি নিয়ে বিতর্ক

কংগ্রেস বিধায়কদের দাবি, বিধানসভায় অম্বেডকরের ছবি লাগানো নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু নেহরুর ছবি আবার ফিরিয়ে আনতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৫০
Share:

মধ্যপ্রদেশের বিধানসভায় স্পিকারের যে আসন, তার ঠিক পিছনে এত দিন মহাত্মা গান্ধী এবং নেহরুর ছবি টাঙানো ছিল। ছবি: সংগৃহীত।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতিকৃতি সরিয়ে বিআর অম্বেডকরের প্রতিকৃতি বসানোকে কেন্দ্র করে জোর তরজা মধ্যপ্রদেশ বিধানসভার অন্দরে। বিধানসভা নির্বাচনে জিতে মধ্যপ্রদেশে সরকার গঠন করেছে বিজেপি। মঙ্গলবার ছিল নতুন বিধানসভার প্রথম অধিবেশন। আর প্রথম দিনেই বিতর্ক তৈরি হল মধ্যপ্রদেশ বিধানসভার অন্দরে।

Advertisement

মধ্যপ্রদেশের বিধানসভায় স্পিকারের যে আসন, তার ঠিক পিছনে এত দিন মহাত্মা গান্ধী এবং নেহরুর ছবি টাঙানো ছিল। কিন্তু নতুন বিধানসভার প্রথম অধিবেশনে গিয়ে বিরোধী কংগ্রেস বিধায়করা দেখেন, নেহরুর ছবি বদলে গিয়েছে। পরিবর্তে টাঙানো হয়েছে অম্বেডকরের ছবি। সঙ্গে সঙ্গে বিধানসভার অন্দরেই ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলের বিধায়কেরা। কংগ্রেস বিধায়কদের দাবি, বিধানসভায় অম্বেডকরের ছবি লাগানো নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু নেহরুর ছবি আবার ফিরিয়ে আনতে হবে।

কংগ্রেসের অভিযোগ, ‘ইতিহাস মুছে ফেলতে তৎপর’ বিজেপি। মধ্যপ্রদেশে কংগ্রেসের এক মুখপাত্রের কথায়, ‘‘নেহরুর ছবি সরিয়ে ফেলা নিন্দনীয়। এতে বিজেপির মানসিকতা প্রকাশ পাচ্ছে। যদি নেহরুর ছবি অবিলম্বে আগের জায়গায় ফিরিয়ে না আনা হয়, তা হলে আমরা সেই কাজ করব।’’

Advertisement

অন্য দিকে বিধানসভার সরকারি আধিকারিকদের দাবি, জুলাই মাসে তৎকালীন স্পিকার গিরিশ গৌতম ওই ছবি বদলানোর নির্দেশে দিয়েছিলেন। প্রতিকৃতিটি মেরামত করার উদ্দেশেই সেটি অন্য ঘরে সরানো হয়েছে বলে জানিয়েছেন বিধানসভার সরকারি আধিকারিকেরা।

মধ্যপ্রদেশ বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি এপি সিংহ সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে বলেন, ‘‘ছবিটির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তৎকালীন স্পিকার জুলাই মাসে এটি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন।... আমাদের বিধানসভায় একটি গান্ধী-নেহরু কক্ষ আছে। সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি রাখা হয়েছে।’’

এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক তথা সে রাজ্যের বিরোধী দলনেতা উমঙ্গ সিংগার বিজেপির বিরুদ্ধে ‘সস্তা রাজনীতি’ করার অভিযোগ তুলেছেন। তাঁর কথায়, ‘‘বিজেপি চায় কংগ্রেস দলিত বিরোধী হয়ে উঠুক।... এটা তাদের চিন্তাভাবনা। রাজ্যের কোনও বিষয়ে তারা কথা বলতে চায় না।’’ তিনি বলেন, ‘‘এমন সময় আসবে, যখন দেখা যাবে যে বিজেপি নাথুরাম গডসের ছবি বসাচ্ছে। এমন সস্তা রাজনীতি হওয়া উচিত নয়।’’

তবে উমঙ্গের অভিযোগ উড়িয়ে দিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী ইন্দর সিংহ পরমারের পাল্টা অভিযোগ, কংগ্রেস মানুষের মধ্যে ‘ভ্রান্ত ধারণা’ ছড়ানোর চেষ্টা করেছে। তিনি বলেন, ‘‘কংগ্রেস নেহরু পরিবার ছাড়া কিছু ভাবতে পারে না। আমরা তাদের বলতে চাই নেহেরুর দর্শন দেশের থেকে আলাদা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement