Bengaluru Techie Suicide

গ্রেফতারির ভয়! মাঝরাতে জৌনপুরের বাড়ি ছাড়লেন বেঙ্গালুরুর আত্মঘাতী যুবকের শাশুড়ি, শ্যালক

বেঙ্গালুরু পুলিশের করা এফআইআরে অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়া এবং তাঁর আত্মীয়দের নাম রয়েছে। মনে করা হচ্ছে, গ্রেফতার হতে পারেন আশঙ্কায় বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৪
Share:

(বাঁ দিকে) মৃত অতুল সুভাষ। বাড়ি ছেড়ে পালাচ্ছেন তাঁর শাশুড়ি নিশা সিংহানিয়া (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুর আত্মঘাতী প্রযুক্তিবিদ অতুল সুভাষের স্ত্রীর পরিবার এ বার রাতের অন্ধকারে উত্তরপ্রদেশের জৌনপুরের বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। বেঙ্গালুরু পুলিশের করা এফআইআরে অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়া এবং তাঁর আত্মীয়দের নাম রয়েছে। মনে করা হচ্ছে, গ্রেফতার হতে পারেন আশঙ্কায় বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন অতুলের শাশুড়ি নিশা সিংহানিয়া এবং শ্যালক অনুরাগ সিংহানিয়া।

Advertisement

নিকিতার পরিবারের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাতে বাইকে চেপে পালাচ্ছেন অতুলের শাশুড়ি নিশা। শ্যালক অনুরাগও পালিয়ে গিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কর্মীরা নিকিতার জৌনপুরের বাড়িতে গিয়ে দেখেন, দরজায় তালাবন্ধ। ধাক্কা দিয়েও লাভ হয়নি।

সোমবার সকালে আত্মঘাতী হন অতুল। তার আগে ৯০ মিনিটের একটি ভিডিয়ো এবং ২৪ পাতার সুইসাইড নোট লেখেন তিনি। সেখানে স্ত্রী নিকিতা এবং তাঁর পরিবারের দিকে আঙুল তোলেন তিনি। নিকিতার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে অতুলের। তাঁর বিরুদ্ধে হেনস্থার মামলাও করেছিলেন নিকিতা। অভিযোগ করেছিলেন, পণের জন্য চাপ দিয়েছিলেন অতুল। ‘পাশবিক অত্যাচার’ করেছিলেন। সেই মামলাতে উত্তরপ্রদেশের আদালত অতুলের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তার পরেই বেঙ্গালুরুর প্রযুক্তিবিদ ভেঙে পড়েছিলেন বলে অভিযোগ। অতুলের পরিবার নিকিতা এবং তাঁর পরিবারের শাস্তির দাবি তুলেছেন। নিকিতার পরিবার যদিও অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেন, ‘‘যা হয়েছে, তার জন্য আমরা দায়ী নই। শীঘ্রই এর প্রমাণ দেব। আমরা কোনও ভুল করিনি। অতুলের মৃত্যুতে আমরাও দুঃখিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement