গুজরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ঢেকে দেওয়া হল। নিজস্ব চিত্র
পশ্চিমবঙ্গের মতো দেশের বেশ কয়েকটি রাজ্যে ‘শহিদ দিবস’ পালন করছে তৃণমূল। বাদ যায়নি নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতও। তবে এ বার সেখানে কিছুটা বাধার মুখে ঘাসফুল শিবির। আমদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুর আগেই তৃণমূলনেত্রীর ছবি-সহ ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে তৃণমূলের সংগঠন এখনও মজবুত নয়। ২০২৪-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে সেখানে প্রাথমিক স্তরে সংগঠন তৈরির কাজ শুরু করেছে ঘাসফুল শিবির। এই আবহে অন্য রাজ্যের মতো সেখানেও ২১ জুলাই পালন করছে তৃণমূল। বড় পর্দায় দলনেত্রীর বার্তা পৌঁছে দিতে আমদাবাদ শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করেন সেখানকার কর্মী-সমর্থকরা। সেই অনুষ্ঠানস্থলের পাশেই গুজরাতি ভাষায় মমতার ছবি লাগানো একটি ব্যানার টাঙানো ছিল। পরে দেখা যায় ব্যানারটি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বিজেপি-র মদতেই ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
বঙ্গে বিজেপি-কে ধরাশায়ী করার পর এ বার দিল্লি থেকে মোদীকে সরানোই প্রাথমিক লক্ষ্য তৃণমূলের। তৃণমূল নেতৃত্বের একাংশ একান্তে তেমনটাই জানিয়েছেন। সেই লক্ষ্যে মোদীর গুজরাতেও সংগঠন গড়তে চায় ঘাসফুল শিবির। সে জন্যই কি তৃণমূলকে কর্মসূচি করতে বাধা দেওয়া হচ্ছে? এ নিয়ে সরাসরি কিছু না বললেও বাংলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘‘বাংলায় ভোটের সময় গুজরাতিদের বহিরাগত বলেছিলেন মমতা। এখন তৃণমূল সে রাজ্যে গেলে সেখানকার মানুষ মেনে নিতে না-ও পারেন।’’