প্রতীকী চিত্র
৫ বছর পর খুনের স্বীকারোক্তি। প্রেমিকের মৃত্যুর প্রেক্ষিতে পুলিশি জেরায় এক মহিলা জানাল, বছর পাঁচেক আগে সে তার স্বামীকেও খুন করেছিল।
ঘটনাটি ঘটেছে ভোপালের কোলার এলাকায়। গত শুক্রবার কলিয়াসৌত নদীর কাছ থেকে শুয়োরে খাওয়া একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, ওই ব্যক্তির নাম মোহন। দামাখেরার বস্তি এলাকায় তার বাড়ি। বৌদি ও ভাইপোর সঙ্গে একই বাড়িতে থাকত সে। দেহ শনাক্তকরণের জন্য মোহনের বৌদিকে তলব করে পুলিশ। মোহনের মৃত্যুর ব্যাপারে জেরা করা শুরু হতেই উঠে আসে জোড়া খুনের স্বীকারোক্তি। ওই মহিলা নিজে থেকেই জানায়, স্বামী ও দেওর, দু’জনকেই খুন করেছে সে। দেওরের সঙ্গে ঘর করবে বলে তার সাহায্য নিয়ে ৫ বছর আগে স্বামীকে খুন করেছিল।
সম্প্রতি দেওয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় ছেলের সাহায্য নিয়ে তাকেও খুন করে ওই মহিলা। তার পর কলিয়াসৌত নদীর তিরে মোহনের দেহ কবর দেয় তার ছেলে। স্বীকারোক্তির পর ওই মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্বামীর দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।