—প্রতীকী চিত্র।
স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া প্রধান শিক্ষককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল বিহারের একটি আদালত। সোমবার পটনায় যৌন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা প্রদানের জন্য গঠিত পকসো আদালতের বিচারপতি অওধেশ কুমার এই রায় শোনান। মৃত্যদণ্ডাদেশপ্রাপ্ত অরবিন্দ কুমারকে ১ লক্ষ টাকা জরিমানাও করেন তিনি।
অরবিন্দ কুমারের পাশাপাশি ফুলওয়ারি শরিফে অবস্থিত ওই স্কুলের অন্য এক শিক্ষক অভিষেক কুমারও দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁকে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
২০১৮-র সেপ্টেম্বরে ঘটনাটি প্রথম সামনে আসে। ওই দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ১১ বছরের নির্যাতিতার পরিবারের লোকজন। তাঁরা জানান, ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিল সে। সেই মতো মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যান তাঁরা।
সেখানে দেখা যায় সে গর্ভবতী। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সব ঘটনা খুলে বলে সে। প্রধান শিক্ষক এবং এন্য এক শিক্ষক মিলে তার উপর অত্যাচার চালিয়েছে বলে জানায়।
পকসো এবং অন্যান্য আইনের বিভিন্ন ধারায় এত দিন ওই দু’জনের বিরুদ্ধে মামলা চলছিল।