Child Abuse

সাত বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার প্রাক্তন পুলিশকর্মী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার কথা শুনে নির্যাতিতার বাবা অভিযুক্তের কাছে যান। প্রাক্তন ওই সাব-ইনস্পেক্টরের ছেলে পাল্টা হুমকি দেন। তিনি নিজেও পুলিশ কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৩ ১৯:৪৯
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

সাত বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭৪ বছরের এক প্রবীণ। অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্মী। তাঁর বাড়িতে আট দিন আগেই ভাড়া থাকতে এসেছিল নির্যাতিতার পরিবার। বেঙ্গালুরুর ঘটনা।

Advertisement

নির্যাতিতার মা জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ মেয়েটির একটি খেলনা দোতলা থেকে এক তলায় পড়ে যায়। সে খেলনাটি তুলে এক তলায় নেমেছিল। অনেক ক্ষণ কেটে যাওয়ার পরেও মেয়ে ঘরে ফেরেনি। তিনি খোঁজ শুরু করেন। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে উপরে উঠে আসে। ওই মহিলার কথায়, ‘‘ওর ঠোঁট কেটে ফুলে গিয়েছিল। খুব ভয় পেয়েছিল ও। কাঁদতে কাঁদতে এক তলায় কী ঘটেছিল, তা বলে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার কথা শুনে নির্যাতিতার বাবা অভিযুক্তের কাছে যান। প্রাক্তন ওই সাব-ইনস্পেক্টরের ছেলে পাল্টা হুমকি দেন। তিনি নিজেও পুলিশ কর্মী। নির্যাতিতার বাবা জানিয়েছেন, তাঁকে টাকা নিয়ে বাড়ি ছাড়ার জন্য চাপ দেন অভিযুক্তের ছেলে। এর পরেই থানায় অভিযোগ করেন নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। পকসো আইনেও মামলা হয়েছে। বাচ্চা এবং অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগে প্রবীণের ছেলের বিরুদ্ধেও মামলা হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement