Tina Dabi

Tina Dabi: বিয়ে সেরেই জয়সলমেরে জেলাশাসকের পদে যোগ দিলেন টিনা দাবি

প্রথম স্বামী আথহার আমির খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সম্প্রতি তাঁরই এক সহকর্মী প্রদীপ গাওয়ান্ডকে বিয়ে করেছেন টিনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৮:০৭
Share:

কাজে যোগ দেওয়ার পর টিনা দাবি।

বিয়ে সেরেই কাজে রাজাস্থানের জয়সলমেরের জেলাশাসক হিসাবে কাজে যোগ দিলেন আইএএস টিনা দাবি। কাজে যোগে দেওয়ার সেই ছবিও নেটমাধ্যমে দিয়েছেন তিনি। ছবি শেয়ার করে টিনা লিখেছেন, ‘আমার নতুন অফিস।’

Advertisement

প্রথম স্বামী আথহার আমির খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সম্প্রতি তাঁরই এক সহকর্মী প্রদীপ গাওয়ান্ডকে বিয়ে করে ফের সংবাদের শিরোনামে উঠে আসেন টিনা। খুব জাঁকজমক করে নয়, পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়েই রাজস্থানে বিয়ে সারেন টিনা।

তাঁর বর্তমান স্বামী প্রদীপ রাজস্থান পুরাতত্ত্ব দফতরের অধিকর্তা। টিনা যখন রাজস্থানের অর্থ দফতরের যুগ্মসচিব ছিলেন, সেই সময় প্রদীপের সঙ্গে আলাপ হয় তাঁর। তার পর সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। অবশেষে প্রদীপের সঙ্গেই গাঁটছড়া বাঁধেন টিনা।

Advertisement

সপ্তাহখানেক আগেই বিয়ে হয়েছে টিনা-প্রদীপের। বিয়ে সেরেই জয়সলমেরে জেলাশাসকের দায়িত্ব নিয়ে কাজে যোগ দিয়েছেন টিনা। ইউপিএসসি পরীক্ষায় প্রথম হওয়া থেকে শুরু করে সেই পরীক্ষায় দ্বিতীয় হওয়া আথহার আমির খানকে বিয়ে করা, তার পর তাঁদের বিবাহবিচ্ছেদ এবং ফের দ্বিতীয় বিয়ে— সবেতেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন টিনা।

টিনা যখন তাঁর সহকর্মী প্রদীপের সঙ্গে নতুন জীবন শুরু করছেন, তাঁর প্রাক্তন স্বামী আথহার আমির খানও মেহরিন কাজিকে বিয়ে করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement