Supreme Court

‘বেঁচে আছি হুজুর’, খুনের মামলায় সুপ্রিম কোর্টে এসে বলল ‘নিহত’ বালক, বাবার বিরুদ্ধে উগরে দিল ক্ষোভ

১১ বছরের বালক অভয় সিংহকে খুন করেছেন তারই দাদামশায় এবং দিদিমা। এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বালকটির পিতা। বালক এ বার নিজেই আদালতে হাজির হয়ে জানাল যে, সে বেঁচে আছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ২০:০৫
Share:

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

যাকে খুনের অভিযোগে মামলা, শুনানি চলার সময়ে উপস্থিত হয়ে শোরগোল ফেলে দিল সেই ‘নিহত’ বালক। শুনানি-কক্ষে ঢুকেই সে চিৎকার করে বলে উঠল, “আমি বেঁচে আছি হুজুর।” শুক্রবার এমনই নাটকীয় পরিস্থিতি তৈরি হল সুপ্রিম কোর্টে। বালকের বক্তব্য শুনে পুলিশ-প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

উত্তরপ্রদেশের পিলভিটের বাসিন্দা ১১ বছরের বালক অভয় সিংহকে খুন করেছেন তারই দাদামশায় এবং দিদিমা। এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বালকটির পিতা। কিন্তু দাদু-দিদাকে ফাঁসানোর অভিযোগ তুলে আদালতের দোরে দোরে ঘুরতে থাকে অভয়। দ্বারস্থ হয় এলাহাবাদ হাই কোর্টেরও। মামলাটি সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হওয়ার পর সেখানেও পৌঁছে যায় সে। জানায়, ‘সে মরে নাই’।

ওই বালক আদালতে বলে, “আমি নিরাপদে আমার দাদু-দিদার সঙ্গে রয়েছি। পুলিশ এসে আমার দাদু-দিদাকে হুমকি দিয়ে গিয়েছে। আমি তাঁদের সঙ্গে থাকতে চাই। এটাও চাই যে, মামলাটা এখানেই বন্ধ হোক।” বালকের এই বক্তব্য শোনার পর উত্তরপ্রদেশ সরকার এবং পিলভিটের পুলিশ সুপারের কাছে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত। এর পাশাপাশি আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি না-হওয়া পর্যন্ত ওই বালক এবং তার দাদু-দিদার বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না।

Advertisement

বালকটির আইনজীবী জানিয়েছেন, ২০১৩ সাল থেকে দাদু-দিদার বাড়িতেই থাকে তাঁর মক্কেল। পণ না-দেওয়ায় বালকটির বাবার বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ ওঠে। তাই প্রতিশোধ নিতেই বালকটির মামারবাড়ির লোককে মিথ্যা অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন ওই আইনজীবী। আগামী জানুয়ারি মাসে আবার এই মামলার শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement