স্ত্রীকে গণধর্ষণ, নালিশ জানিয়ে প্রহৃত স্বামীই

শুক্রবার মোটরবাইকে চেপে মৈনপুরী যাচ্ছিলেন ওই দম্পতি। তিন ব্যক্তি গাড়িতে চেপে ধাওয়া করে ওই দম্পতিকে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৯ ০২:৪০
Share:

প্রতীকী ছবি।

যোগী রাজ্যে আবার পুলিশি তাণ্ডব! স্ত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ জানিয়ে পুলিশের হাতেই প্রহৃত হলেন স্বামী। ঘটনার জেরে মৈনপুরীর বিচওয়ান থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

শুক্রবার মোটরবাইকে চেপে মৈনপুরী যাচ্ছিলেন ওই দম্পতি। তিন ব্যক্তি গাড়িতে চেপে ধাওয়া করে ওই দম্পতিকে। মহিলার স্বামীর চোখে পাউডার ছিটিয়ে দিতেই জ্ঞান হারান তিনি। তার পরেই মহিলাকে অপহরণ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে কয়েক কিলোমিটার দূরে মেলে খোঁজ মেলে নির্যাতিতার। হুঁশ ফিরতেই পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানান মহিলার স্বামী। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ তো দূরের কথা উল্টে নির্যাতিতার স্বামীর বিরুদ্ধেই ভুয়ো অভিযোগের দাবি তুলে নিগ্রহ করে পুলিশ। দু’টি আঙুলও ভাঙে ওই ব্যক্তির। পরে নির্যাতিতা সশরীর থানায় উপস্থিত হয়ে ঘটনা জানাতে অভিযোগ দায়ের করে পুলিশ। এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত স্টেশন হাউস অফিসার রাজেশ পাল সিংহ এবং আরও দু’জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন রাজ্য পুলিশের ডিজিপি ওপি সিংহ। তাদের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশও দিয়েছেন ডিজিপি। উত্তরপ্রদেশ পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে ঘটনা।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement