arrest

গরম স্টোভে মুখ চেপে খুন, ধৃত স্বামী

নিহত মহিলার নাম কল্পনা। ২০১৫ সালে উত্তরপ্রদেশের বুলন্দশহরের পিঙ্কুর সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী-স্ত্রী থাকতেন হরিয়ানার ফরিদাবাদে। পিঙ্কুর মদ খাওয়া নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ০৬:৪৭
Share:

অভিযুক্তকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। প্রতীকী ছবি।

মদ খাওয়ায় বাধা দিয়েছিলেন স্ত্রী। সেই রাগে স্বামী জলন্ত স্টোভে মুখ চেপে ধরে, পরে গরম ডাল ঢেলে তাঁকে খুন করে বলে অভিযোগ। প্রায় দেড় বছর পালিয়ে বেড়ানোর পরে সম্প্রতি অভিযুক্তকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ।

Advertisement

নিহত মহিলার নাম কল্পনা। ২০১৫ সালে উত্তরপ্রদেশের বুলন্দশহরের পিঙ্কুর সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী-স্ত্রী থাকতেন হরিয়ানার ফরিদাবাদে। পিঙ্কুর মদ খাওয়া নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হত।

ঘটনাটি ২০২১ সালের। সকালে রান্না করছিলেন কল্পনা। পিঙ্কুকে মদ খেতে দেখে আপত্তি করেন। অভিযোগ, বচসার মধ্যে স্ত্রীর মুখ জ্বলন্ত স্টোভে চেপে ধরে পিঙ্কু। ফুটন্ত ডাল ঢেলে দেয় তাঁর মুখে। তার পরে, মদ খাওয়া নিয়ে আর আপত্তি করলে প্রাণে মেরে ফেলবে বলে সরে পড়ে।

Advertisement

কল্পনার আত্মীয়েরা তাঁকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। কয়েক দিন পরে মৃত্যু হয় তাঁর। স্ত্রীর মৃত্যুর পরে পিঙ্কু পালিয়ে বেড়াচ্ছিল। দু’দিন আগে পুলিশের কাছে পিঙ্কুর খবর আসে। সেই সূত্রেই ফরিদাবাদের একটি সেতুর কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement