Odisha Crime News

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা! অস্ত্র লুকোতে পুলিশ আত্মীয়ের সাহায্য নিলেন যুবক, গ্রেফতার দু’জনেই

ওড়িশায় স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন যুবক। স্ত্রী সে কথা জেনে ফেলায় তাঁকে গুলি করে খুন করেন। শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৭
Share:

ওড়িশায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। —প্রতীকী চিত্র।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে হত্যা করলেন যুবক। অস্ত্র লুকোতে সাহায্য নিলেন খোদ পুলিশেরই! ওই যুবকের এক আত্মীয় পুলিশের সহকারী সাব-ইনস্পেক্টর (এএসআই) পদে ছিলেন। তাঁর সাহায্য নিয়ে যুবক স্ত্রীকে খুনের ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ওড়িশার রৌরকেল্লার। শুক্রবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন দেবেন কুমার বেহেরা এবং সত্যনারায়ণ বেহেরা। দেবেন স্থানীয় পঞ্চায়েতের এক্সটেনশন অফিসার (পিইও)। তাঁর আত্মীয় সত্যনারায়ণ সুন্দরগড়ের উদিতনগর কোর্টে এএসআই পদে ছিলেন। সম্প্রতি গোপীনাথপুরে দেবেনের বাড়ি থেকে তাঁর স্ত্রীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ডিআইজি ব্রিজেশ কুমার রাই জানিয়েছেন, নিহতের নাম সাম্যময়ী বেহেরা। তাঁর স্বামী পুলিশকে জানান, তাঁদের বাড়িতে একদল ডাকাত এসেছিল। তারা তাঁর স্ত্রীর গলা থেকে সোনার চেন এবং মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে গুলি চালায়। স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন দেবেন। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন বলেও পুলিশকে জানান তাঁর স্বামী।

পুলিশ তদন্ত শুরু করে বেশ কিছু বিষয়ে সন্দেহপ্রকাশ করে। পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে, ফরেন্সিক তথ্য সংগ্রহের পর পুলিশ জানতে পারে, এটি ডাকাতি নয়, পরিকল্পিত হত্যার ঘটনা। মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ, তিনি অন্য এক মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তা জানতে পারেন তাঁর স্ত্রী। তাই স্ত্রীকে খুন করে নিজের পথ পরিষ্কার করেছিলেন অভিযুক্ত। তাঁর সঙ্গে তাঁর এএসআই আত্মীয়কেও গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, অভিযুক্তকে অস্ত্র লুকোতে এবং পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে সাহায্য করেছিলেন ওই এএসআই। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। দু’জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement