Horse

Viral: আহত সাথীকে নিয়ে যাচ্ছে অ্যাম্বুল্যান্স, ৮ কিমি অনুসরণ করে সঙ্গী ঘোড়া পৌঁছল হাসপাতালে

  • সোমবার এমনই একটি বিরল দৃশ্যের সাক্ষী থাকল রাজস্থানের উদয়পুর। যা এখন নেটমাধ্যমে ভাইরাল।
  • রাস্তায় আহত অবস্থায় একটি ঘো়ড়াকে পড়ে থাকতে দেখেন উদয়পুর শহরের হরিদাসজি মগরির এক বাসিন্দা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪৮
Share:

অ্যাম্বুল্যান্সের পিছনে ছুটছে ঘোড়া। ছবি সৌজন্য ফেসবুক।

আগে আগে অ্যাম্বুল্যান্স, সেটিকে অনুসরণ করে পিছনে দৌড়চ্ছে একটি ঘোড়া। সোমবার এমনই একটি বিরল দৃশ্যের সাক্ষী থাকল রাজস্থানের উদয়পুর। যা এখন নেটমাধ্যমে ভাইরাল।

রাস্তায় আহত অবস্থায় একটি ঘো়ড়াকে পড়ে থাকতে দেখেন উদয়পুর শহরের হরিদাসজি মগরির এক বাসিন্দা। তিনি পশু উদ্ধারকারী সংস্থাকে খবর দেন। সেই খবর পেয়ে অ্যাম্বুল্যান্স নিয়ে হাজির হন ওই সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর পর আহত ঘোড়াটিকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যান তাঁরা।

Advertisement

আশ্চর্যজনক ভাবে অ্যাম্বুল্যান্সের চালক দেখেন গাড়ির পিছনে পিছনে ছুটছে একটি ঘোড়া। সেটিকে দেখে একটু গতি কমান চালক। প্রায় ৮ কিলোমিটার অ্যাম্বুল্যান্সটিকে অনুসরণ করে পশু হাসপাতালে পৌঁছয় ঘোড়াটি।

জানা গিয়েছে, আহত ঘোড়াটি দ্বিতীয় ঘোড়ার সঙ্গী। আহত সঙ্গীকে কাছছাড়া করতে চায়নি। আর সে কারণেই অ্যাম্বুল্যান্সের পিছনে পিছনে দৌড়ে হাসপাতালে পৌঁছয় সেটি। আহত ঘোড়ার চিকিৎসা চলছে। তার সঙ্গীকেও রাখা হয়েছে হাসপাতাল চত্বরেই।

Advertisement

ভিডিয়োটি ভাইরাল হতেই নোটাগরিকদের অনেকেই এই ঘটনাকে ‘বন্ধুত্বের’ এক সুন্দর নিদর্শন বলে উল্লেখ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement