National News

সিএএর স্বপক্ষে বিধানসভা থেকেই ফেসবুকে লাইভ হিমন্ত

স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামী নিয়ম বেঁধে দিয়েছিলেন, সভা চলাকালীন কেউ অধিবেশন কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০২:০৮
Share:

ছবি: সংগৃহীত।

অসম বিধানসভার অধিবেশন চলাকালীন ফেসবুকে নিজের ভাষণ লাইভ দেখিয়ে সাসপেন্ড হয়েছিলেন এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। তার পরেই স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামী নিয়ম বেঁধে দিয়েছিলেন, সভা চলাকালীন কেউ অধিবেশন কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। কিন্তু অতীতেও নিয়ম ভেঙে অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে অধিবেশন চলাকালীন মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছে।

Advertisement

গত কাল রাত পর্যন্ত বিধানসভার বিশেষ অধিবেশন ছিল। সেখানে সিএএর স্বপক্ষে দীর্ঘ বক্তব্য রাখেন হিমন্তবিশ্ব শর্মা। এবং তাঁর সেই বক্তব্য নিজের ফেসবুক পেজে লাইভ করেন তিনি। এর পরেই আমিনুল হিমন্তকেও সাসপেন্ড করার দাবি তুলেছেন।

হিমন্তের বিরুদ্ধে স্পিকারকে লিখিত অভিযোগও জমা দেন তিনি। স্পিকার জানিয়েছেন, বিষয়টি নিয়ে যাবতীয় তথ্য পেতে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। এই সংক্রান্ত রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement