শপথের ঠিক আগে মুখ্যমন্ত্রী সুখুর সঙ্গে বীরভদ্র-পুত্র বিক্রমাদিত্য। ছবি: টুইটার।
হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার প্রায় এক মাস পর মন্ত্রিসভা সম্প্রসারণ সুখবিন্দর সিংহ সুখুর। রবিবার সাত জন নতুন মন্ত্রী শপথ নেন। এ দিন শিমলার রাজভবনে মন্ত্রী পদে শপথ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ছেলে।
শিমলা গ্রামীণের কংগ্রেস বিধায়ক বিক্রমাদিত্য সিংহ শপথ নিয়েছেন। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা বীরভদ্র সিংহের ছেলে। তাঁর মা প্রতিভা সিংহ বর্তমানে হিমাচল প্রদেশ কংগ্রেসের সভানেত্রী। বস্তুত, সুখুর সঙ্গে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে ছিলেন প্রতিভাও। এ বার তাঁরই ছেলে রাজ্যের মন্ত্রী হচ্ছেন। এ ছাড়াও কাসুমুপ্তির বিধায়ক অনিরুদ্ধ সিংহ, শিল্লাইয়ের বিধায়ক হর্ষবর্ধন চৌহান, কিন্নরের বিধায়ক জগৎ সিংহ নেগি-সহ মোট সাত জন কংগ্রেস বিধায়ক রবিবার মন্ত্রিপদে শপথ নেন। আগামী দিনে মন্ত্রীসভার আরও এক দফা সম্প্রসারণ হতে পারে বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর।
গত ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন সুখু। সেই সঙ্গেই শপথ নেন উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী। এ ছাড়া আর কেউ শপথ না নেওয়ায় এত দিন মন্ত্রিসভা চালাচ্ছিলেন এই দু’জনই। এ বার সাত জন মন্ত্রী হওয়ায় দায়ভার বণ্টন হবে। নিজেদের হাতে থাকা একাধিক দফতর ছেড়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা। বীরভদ্রের ছেলে বিক্রমাদিত্য কোন দফতর পান, তা জানা যাবে শীঘ্রই।