Crab

Viral: চোখে লেগে থাকা বালি ঝেড়ে পরিষ্কার করছে কাঁকড়া!  ভিডিয়ো না দেখলে বিশ্বাস হবে না

এক টুইটার গ্রাহক বলেছেন, ‘কী চালাক রে ভাই!’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘সত্যিই বিরল এক দৃশ্য দেখলাম।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৩:০৫
Share:

এই সেই হার্মিট ক্র্যাব। ছবি সৌজন্য টুইটার।

সমুদ্রে বেড়াতে গিয়েছেন, সৈকতে অজস্র কাঁকড়াও চোখে পড়েছে। সেই মুহূর্তকে ধরে রাখার জন্য ক্যামেরাবন্দিও করেছেন। কাঁকড়ার খাওয়াও দেখেছেন। কিন্তু কখনও কাঁকড়াকে চোখ পরিষ্কার করতে দেখেছেন?

Advertisement

তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো দেখে স্তম্ভিত হয়ে যাবেন। কাঁকড়ার অনেক রকম প্রজাতি আছে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এরা নিজেদের অভিযোজন করেছে। ফলে কাঁকড়ার এক এক প্রজাতিকে দেখে মনে হতেই পারে যে, এরা কতটা প্রখর বুদ্ধির।

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে একটি কাঁকড়াকে দেখা যাচ্ছে। এটি ‘হার্মিট ক্র্যাব’। এক ব্যক্তির গায়ে উঠে বসেছে সেটি। পুরো গায়ে বালি মাখা। মাথার উপরে অ্যান্টেনার মতো কালো চোখ দু’টিতেও বালি লেগে ছিল। ভাল ভাবে দেখার জন্য হাত দিয়ে সেই বালি ওয়াইপারের মতো চোখ দু’টির উপর বুলিয়ে বালি ঝেড়ে ফেলতে দেখা গেল। এমন দৃশ্য আগে কখনও দেখেছেন?

Advertisement

এক গ্রাহক বলেছেন, ‘কী চালাক রে ভাই!’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘সত্যিই বিরল এক দৃশ্য দেখলাম।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement