Hemant Soren

গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন হেমন্তের, শুনানি কবে প্রধান বিচারপতির বেঞ্চে?

প্রায় ৮ ঘণ্টা ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে বুধবার রাতে রাঁচীর রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন হেমন্ত সোরেন। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৬
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার রাতে দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল তাঁকে। ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন বৃহস্পতিবার তাঁর আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

Advertisement

হেমন্তের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, শীর্ষ আদালত আবেদন গ্রহণ করেছে। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে আবেদনের শুনানি হবে। অন্য দিকে, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রশ্ন তুলেছেন, কেন রাঁচী হাই কোর্টকে এড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানালেন হেমন্ত। তিনি বলেন, ‘‘হাজার হাজার মানুষ গ্রেফতার হচ্ছেন। সকলে কি সুপ্রিম কোর্টে আসছেন?’’

গত কয়েক মাস ধরেই হেমন্তকে জমি জালিয়াতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে বার বার নোটিস পাঠাচ্ছিল ইডি। এই মামলায় এর আগে সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। কিন্তু ইডিকে হেমন্ত কোনও সাড়া দেননি। ২৯ জানুয়ারি তাঁর দিল্লির বাসভবনেও গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু তাঁকে না পেয়ে একটি বহুমূল্য বাড়ি বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা।

Advertisement

প্রায় ৩০ ঘণ্টা ‘নিখোঁজ’ থাকার পর বুধবার সকালে রাঁচীতে নিজের বাড়ির সামনে দেখা গিয়েছিল হেমন্তকে। এর পরেই তাঁর বাড়িতে ঢোকেন তদন্তকারীরা। প্রায় ৮ ঘণ্টা ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে রাতে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন হেমন্ত। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। এর পরে সে রাজ্যের ক্ষমতাসীন জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের তরফে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানান হেমন্তের ঘনিষ্ঠ চম্পাই সোরেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement