প্রতীকী ছবি।
যক্ষ্মা কিংবা কোভিড— উভয়েই সংক্রমিত করে ফুসফুসকে। তাই আজ স্বাস্থ্য মন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়েছে, সমস্ত করোনা রোগীর ভর্তির সময়েই এখন থেকে যক্ষ্মার পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে নতুন ও পুরনো যক্ষ্মা রোগী নির্বিশেষে কোভিড পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। করাতে হবে সুগার পরীক্ষাও।
বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, করোনা আক্রান্ত প্রায় সাড়ে চার শতাংশ রোগীর দেহে আগে থেকেই যক্ষ্মার জীবাণু ছিল। যা গোড়ায় জানা গেলে, চিকিৎসা করা সহজ হত। স্বাস্থ্যকর্তাদের মতে, কোভিড রোগীর শরীরে যক্ষ্মার জীবাণুর উপস্থিতি বিপদ কার্যত দ্বিগুণ করে তোলে। তাই মন্ত্রকের নির্দেশ, কোভিড রোগীকে ভর্তির সময়েই যক্ষ্মার পরীক্ষা করতে হবে। যক্ষ্মা ধরা পড়লে কোভিডের সঙ্গেই যক্ষ্মার চিকিৎসা চালু করতে হবে। পাশাপাশি, করোনার কারণে হাসপাতালে ভর্তি হলেই সুগারের পরীক্ষা করার নির্দেশ দিয়েছে মন্ত্রক।
আরও পড়ুন: সরকারি ব্যয় বৃদ্ধিই নিদান শীর্ষ ব্যাঙ্কের, ফের সরব রাহুলরাও