Dushyant Chutala

কোভিড আক্রান্ত হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা, তবে উপসর্গহীন

মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন দুষ্মন্ত।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ১৮:০১
Share:

দুষ্মন্ত চৌটালা। ফাইল চিত্র।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের পর এ বার করোনায় আক্রান্ত হলেন উপমুখ্যন্ত্রী দুষ্মন্ত চৌটালা। তাঁর কোভিড পজিটিভ ধরা পড়েছে। মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন দুষ্মন্ত।

Advertisement

টুইটে দুষ্মন্ত লেখেন, “আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু আমার কোভিড সংক্রান্ত কোনও উপসর্গ যেমন জ্বর বা শ্বাসকষ্ট, কোনওটাই নেই। সুস্থ আছি।” পাশাপাশি তিনি আরও বলেন, “যে হেতু রিপোর্ট পজিটিভ এসেছে, তাই সেলফ-আইসোলেশনে যাচ্ছি। সমস্ত বন্ধুদের কাছে আর্জি জানাচ্ছি, যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নেন।”

গত অগস্টেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। চিকিৎসার জন্য তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

Advertisement

কোভিড থেকে সুস্থ হওয়ার পর খট্টর বলেছিলেন, “আমাদের প্রত্যেককেই দায়িত্ববান হতে হবে। কোভিড সংক্রান্ত যাবতীয় প্রোটোকল মেনে চলতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত পরিষ্কার রাখার মতো বিষয়গুলোর উপর জোর দিতে হবে। কোভিডকে ভয় নয়, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

হরিয়ানায় এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার জন। মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার জনের।

আরও পড়ুন: নথিবদ্ধ করাতে হবে ফোন নম্বর, সিনেমা হল চালুর আগে একগুচ্ছ নির্দেশিকা কেন্দ্রের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement