কালভার্টে ধাক্কা দিয়ে উল্টে যায় চাষ করার যন্ত্র-যান (হারভেস্টার মেশিন)। মৃত্যু তিন জনের। আহত আরও এক। মধ্যপ্রদেশের জবলপুর জেলার ঘটনা।
জবলপুর জেলার সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে কুন্দম টাউনে শনিবার গভীর রাতে দুর্ঘটনা হয়। পুলিশের ডেপুটি সুপার আকাঙ্ক্ষা উপাধ্যায় জানিয়েছেন, হারভেস্টার যন্ত্রে হরিয়ানার নম্বর ছিল। গভীর রাতে সেটি কালভার্টে ধাক্কা দেয়। তা পর উল্টে যায়। তাতে সওয়ার ছিলেন তিন জন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। গাড়ির নীচে চাপা পড়েন এক জন। তিনি গুরুতর আহত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অজয় সিংহ (২৫), পাপ্পু (২৫), খুব সিংহ (২৬)। তাঁরাও হরিয়ানার বাসিন্দা কি না, খতিয়ে দেখছে পুলিশ। অত রাতে কুন্দমে তাঁরা কী করছিলেন, তা-ও দেখা হচ্ছে। আহতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। উল্লেখ্য, হারভেস্টার যন্ত্র দিয়ে চাষের জমি কোপানো, ফসল তোলার মতো কাজ করা হয়।