ঘর থেকে উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ। প্রতীকী ছবি।
ঘর থেকে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পরনে ছিল তার মায়ের শাড়ি এবং মেক আপও করেছিল সে। সেই অবস্থাতেই রবিবার তার দেহ উদ্ধার হয়। ঘটনাটি দিল্লির নজফগড়ের।
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, নেটমাধ্যমের জন্য কোনও ভিডিয়ো শুট করছিল ওই কিশোর। সেই সময় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের সন্দেহ, ইনস্টা রিল বানাতে গিয়েই হয়তো মৃত্যু হয়েছে কিশোরের। তবে এটা দুর্ঘটনাজনিত মৃত্যু, না কি আত্মহত্যা— ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই সেটি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। কিশোরের বাবা-মা বাজারে গিয়েছিলেন। ঘরে এসে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কিশোরের বাবা-মা জানিয়েছেন, তাঁদের ছেলে মোবাইলে আসক্ত ছিল। কিশোরের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে কিশোরের মোবাইল পরীক্ষা করে দেখা হচ্ছে, এই মৃত্যুর সঙ্গে অন্য কোনও সম্পর্ক আছে কি না।