আধখাওয়া শরীর নিয়েই হেঁটে চলেছে পোকা। ছবি সৌজন্য টুইটার।
দেহের উপরিভাগের পুরোটাই খেয়ে ফেলেছে ছত্রাকে। পেটের ভিতরের কোনও কিছুই অবশিষ্ট নেই। সেই অবস্থাতেই হেঁটেচলে বেড়াতে দেখা গেল একটি পোকাকে। এই দৃশ্য যাঁরাই দেখেছেন চমকে উঠেছেন।
পোকাটি সিসাডা। পোকাটির শরীরে বাসা বেঁধেছিল মাসোসপোরা নামে এক জাতীয় ছত্রাক। ধীরে ধীরে সেটি সিসাডার পুরো দেহটি খোকলা করে দিয়েছে। কিন্তু তার পরেও পোকাটি বেঁচে রয়েছে কী ভাবে তা দেখেই স্তম্ভিত হয়েছেন অনেকেই।
এই ধরনের ছত্রাক সাধারণত কীটপতঙ্গের শরীরে বাসা বাঁধে। সেই ছত্রাক যে রাসায়নিক নিঃসরণ করে, সেই রাসায়নিকই ছত্রাকের আশ্রয়দাতার শরীরকে ধীরে ধীরে গলিয়ে দেয়। এই সিসাডার ক্ষেত্রেও একই ঘটেছে।
মাসিমো নামে একটি টুইটার অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এক কোটি বার ভিডিয়োটি দেখা হয়েছে।