—প্রতিনিধিত্বমূলক চিত্র।
‘র’-এর এজেন্ট সেজে কানাডার এক তরুণীর সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয়। তরুণীর অভিযোগ, এর পর তাঁকে হোটেলে ডেকে মাদক মেশানো খাবার খাইয়ে ধর্ষণ করেছেন সাহিল শর্মা নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি পেশায় জিম প্রশিক্ষক। ঘটনাটি উত্তরপ্রদেশের আগরার।
তরুণীর দাবি, এর পরেও বেশ কয়েক বার সহবাস করেছিলেন তাঁরা। কানাডায় ফিরে গিয়ে তরুণী বুঝতে পারেন, তিনি সন্তানসম্ভবা। সেই কথা সাহিলকে জানালে সমাজমাধ্যমে তরুণীকে তিনি ব্লক করে দেন বলে অভিযোগ। সাহিলের বিরুদ্ধে অভিযোগ করেছেন তরুণী। তার ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ।
তরুণী পুলিশকে জানিয়েছেন, গত মার্চে একটি ডেটিং অ্যাপে পরিচয় হয়েছিল তাঁদের। ২০ মার্চ নির্যাতিতাকে একটি হোটেলে ডেকে পাঠান সাহিল। সেখানে আগে থেকেই পিৎজ়া এবং ঠান্ডা পানীয় রাখা ছিল। তরুণীর অভিযোগ, সেগুলি খাওয়ার পরে অচেতন হয়ে পড়েন তিনি। ওই অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয়। জ্ঞান ফিরলে তিনি প্রতিবাদ করেন, তখন সাহিল নিজেকে ‘র’-এর সদস্য বলে দাবি করেন। নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতিও দেন। তিনি কানাডায় ফিরে গেলে গত অগস্টে আবার তাঁকে সাহিল ভারতে ডেকে পাঠান বলে অভিযোগ। নিজের মায়ের সঙ্গে পরিচয় করে দেওয়ার কথাও বলেন।
তরুণীর অভিযোগ, ভারতে আসার পরে দিল্লি এবং আগরায় বেশ কয়েক বার তাঁরা সহবাস করেছিলেন। সেখানে সাহিল তাঁর এক বন্ধু আরিফ আলির সঙ্গে পরিচয় করিয়েছিলেন। এর পর তিনি কানাডায় ফিরে বুঝতে পারেন, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। সেই কথা সাহিলকে জানালে সমাজমাধ্যমে তাঁকে ব্লক করে দেন অভিযুক্ত। নির্যাতিতার দাবি, সাহিলের বন্ধু আরিফ তাঁর নগ্ন ছবি সমাজমাধ্যমে প্রকাশ করে দেবেন বলে ব্ল্যাকমেল করতে শুরু করেন। শেষে তিনি আগরা পুলিশের দ্বারস্থ হন।