Gurugram

অপহরণে ব্যর্থ হয়ে দলিত মেয়ের নাক কাটল এক দল দুষ্কৃতী

পরিবারের লোকজনের বাধা পেয়ে দলিত মেয়েটিকে অপহরণ করতে পারেনি। পালিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির নাক কেটে দেয় গুন্ডাদের দল।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৯
Share:

প্রতীকী চিত্র।

বাড়িতে থেকে তুলে নিয়ে যেতে এসেছিল এক দল দুষ্কৃতী। কিন্তু পরিবারের লোকজনের বাধা পেয়ে দলিত মেয়েটিকে অপহরণ করতে পারেনি। পালিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির নাক কেটে দেয় গুন্ডাদের দল। রবিবার এই ঘটনা ঘটেছে গুরুগ্রামের সেক্টর ২৯ থানার অন্তর্গত ছক্করপুর গ্রামে।

Advertisement

পুলিশ জানিয়েছে, পুনম কুমারি নামের দলিত মেয়েটি রবিবার নিজের বাড়িতেই ছিল। সে সময় তার বাড়িতে চড়াও হয় গৌরব যাদব, আকাশ যাদব, সতীশ যাদব, মনু যাদব ও লীলু যাদব নামের পাঁচ দুষ্কৃতী। তারা বাড়িতে ঢুকে পুনমকে অপহরণের চেষ্টা করে। সে সময় তাদের বাধা দেয় পুনমের ভাই। সেই বাধায় পুনমকে অপহরণের চেষ্টা ব্যর্থ হয়। তখনই গৌরব ও আকাশ ধারালো অস্ত্র দিয়ে পুনমের নাকের একাংশ কেটে নেয়।

পুলিশে অভিযোগ জানানোর সময় পুনমের ভাই দিবিন দয়াল বলেছে, ‘‘ওরা এই এলাকার গুন্ডা। লোকেদের সঙ্গে ঝামেলা করে, আর তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেয়। একই কাজ আমাদের সঙ্গে করল। আমাদের ভয় করছে।’’ দিবিন আরও জানিয়েছে, তার বোনকে অপহরণের চেষ্টার সময় তাদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল ১৫-২০ জনের একটি দল। তারা প্রতিবেশীদের হুমকি দিচ্ছিল সাহায্য না করার জন্য।

Advertisement

গুরুগ্রামের সেক্টর ২৯ পুলিশ স্টেশনের অফিসার অরবিন্দ কুমার বলেছেন, ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করার জন্য আমরা ওদের খুঁজছি।’’

আরও পড়ুন: মধ্যপ্রদেশে উদ্ধার লাল স্যান্ড বোয়া সাপের দাম জানেন?

আরও পড়ুন: সিএএ সমর্থন করুন, ক্ষোভের আঁচ সামলাতে এ বার ময়দানে মোদী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement