—ফাইল চিত্র ।
ডাক্তারির প্রবেশিকা নিট-এর উত্তরপত্র ফাঁকা রেখে এলে পূরণ করে দেওয়া হবে! বিনিময়ে দিতে হবে ১০ লক্ষ টাকা। নিট পরীক্ষার্থীদের সঙ্গে ‘চুক্তি’ করার অভিযোগে মামলা দায়ের হল গুজরাতের পঞ্চমহল জেলার গোধরার এক স্কুল শিক্ষক-সহ মোট তিন জনের বিরুদ্ধে। অভিযোগ, ছ’জন নিট পরীক্ষার্থীকে ১০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র সমাধান করে দেওয়ার টোপ দিয়েছিলেন অভিযুক্তেরা।
এফআইআর অনুযায়ী, নিট পরীক্ষায় দুর্নীতিচক্রের খবর পেয়ে রবিবার গোধরার ওই স্কুলে পৌঁছে যান পঞ্চমহলের জেলাশাসক। সেখানেই তুষার ভট্ট নামে পদার্থবিদ্যার এক শিক্ষক এবং পরশুরাম রায় ও আরিফ ভোরা নামে দুই ব্যক্তির নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। তিন জনের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, তুষার ওই কেন্দ্রে নিট পরীক্ষার দায়িত্বে ছিলেন। তাঁর গাড়ি থেকে নগদ ৭ লক্ষ উদ্ধার হয়েছে। এক জন প্রার্থীর থেকে নিট পরীক্ষায় পাশ করানোর জন্য ঘুষ বাবদ ওই টাকা তিনি নিয়েছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
এর পরেই অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর ফোন বাজেয়াপ্ত করে ১৬ জন পরীক্ষার্থীর একটি তালিকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তুষার স্বীকার করেছেন যে, নিট পরীক্ষার্থীদের থেকে ১০ লক্ষের বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। প্রার্থীদের থেকে অগ্রিম হিসাবে ৭ লক্ষ টাকা নেওয়ার কথাও তিনি স্বীকার করেন।